স্বস্থির অর্থনীতির প্রকৃত চিত্রঃ ১ (পরিবহন খাত) ============================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ১৭ এপ্রিল, ২০১৪, ১১:১৫:৩১ রাত



গত ৫ই জানুয়ারির নির্বাচনের আগে আলীগ এবং বাম বুদ্ধিজীবিরা বলতে শুরু করল সরকার ব্যাপক কাজ করেছে, শুধু উন্নতি আর উন্নতি। পরিসংখ্যান দেয়া হচ্ছে, বিশাল বাজেটের কথা বলা হচ্ছে, আসল চিত্র কি??

ক্ল্যাসিক্যাল অর্থনীতিবিদরা এই ভাবেই বলতে পছন্দ করে। জিডিপি, রফতানী, রেমিটেন্স ইত্যাদি হিসাব দিয়ে ব্যাখ্যা করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে জিডিপি, রফতানীর বড় বিষয় গুলি হয়েছে ধনীদের হাত দিয়ে তাহলে সাধারন মানুষ কোথায়???

দেশের অর্থনীতি কত ভালো এটা বুঝার জন্য দেবপ্রিয়, আতিউর রহমান, সালেহউদ্দিন বা রেহমান সোবহান হবার খুব বেশী দরকার নাই। আপনি যদি খালি চোখে আপনার পাশের মানুষদের গভীরভাবে স্টাডি করে দেখেন যে তারা ক্রমাগত স্বস্থিতে আছে তাহলেই অর্থনীতি সুস্থ আছে। যদি দেখেন আপনার চোখে দেখা রাস্তার চারপাশের মানুষ এবং অবকাঠামো ক্রমান্বয়ে উন্নত হচ্ছে তাহলেই বুঝবেন যে স্বস্থির সাথে আছে মানুষ।

আমি খালি চোখে দেখি গত ৭ বছরে পরিবহন খাতে কোন উন্নয়ন হয় নি যেমনঃ

১। ঢাকা, চট্টগ্রামের নগর পরিবহনে নতুন কোন বাস বা ব্যবস্থা যুক্ত হয় নি। বিএনপির সময়ে শুরু হওয়া বাস কোম্পানী গুলি কোন রকম ভেঙে চুড়ে লক্কর ঝক্কর অবস্থায় চলছে

২। মহাসড়ক এবং আন্তঃজেলা বাস সার্ভিসে কোন নতুন নাম নেই।

৩। তেল এবং সিএনজির দাম প্রায় ৩০০% বাড়িয়ে এক ধরনের সরকারী ব্যয় মেটাচ্ছে সরকার।

৪। রেলে কিছু বগি সংযোজন হলেও বড় কোন পরিবর্তন আসে নি বড়ং রেলের যাত্রী এবং পরিবহন ভাড়া দ্বিগুন হয়েছে যা সরকার জনগন থেকে সরাসরি নিচ্ছে।

৫। কোন নতুন মহাসড়ক তৈরি হয়নি এবং গত আট বছর ধরে চলা ৪ লেনের কাজের কোন সমাপ্তি নেই।

৬। নতুন কোন বড় সড়ক বা রেল সেতু তৈরী হয়নি।

৭। ফেরী লঞ্চে নতুন কোন সংযোজন নেই বরং ফেরী ভাড়া বারিয়ে দ্বিগুন হয়েছে।

৮। তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির কারনে পন্য পরিবহন ভাড়া তিন গুন বেড়েছে ফলে কৃষক সরাসরি ক্ষতিগ্রস্থ হচ্ছে।

সাধারনভাবে অর্থনীতির উন্নয়ন হলে মানুষের চলাচল বাড়বে সাথে সাথে পরিবহন খাতের উন্নয়ন হবে। কিন্তু চিত্র বলছে উল্টা।

এখন আপনারাই বলুন আলীগ আসলে কি করছে??

শুধুই বাগাড়ম্বর নাকি অনেক কিছু নাকি শুধুই দূর্ণীতি??

আসলে অর্থনীতির উন্নয়ন হলে বেসরকারী ভাবেই অনেক বিনিয়োগ হবার কথা, কিন্তু কোথায় তা???

তাহলে অর্থনীতি যে স্বস্থিতে নেই পরিবহন খাত দিয়েই কি একটা প্রমান হয় না???

(চলবে)

বিষয়: বিবিধ

১২৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209278
১৮ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটাই তো আপনাদের এনালগ সমস্যা।
সব কিছু সপ্নে দেখুন আর কষ্ট লাগবেনা।
০২ মে ২০১৪ রাত ১১:৫৫
164878
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : Brother,
Analog is better than Awami digital...
Thnx
209298
১৮ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৬
মাটিরলাঠি লিখেছেন : আপনি চেতনা বহির্ভূত কথা বলছেন। এইসব ডিজিটাল ব্যাপার স্যাপার। গিনেসে নাম উঠতেছে, আর আপনি সন্দেহ করতেছেন।
০২ মে ২০১৪ রাত ১১:৫৬
164880
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : We r in dream.. like Marijuna affected
209368
১৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪১
হতভাগা লিখেছেন : রেলের বগি সংযোজন হয়েছে কি না জানি না , তবে আমার চোখে যেটা ধরা পড়েছে তা হল বিভিন্ন আন্তঃনগর ট্রেনের বগি সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে ।

কিভাবে মানুষকে আরও বেশী বেশী করে পেইন দেওয়া যায় রেল কর্তৃপক্ষ সবসময় সেটা নিয়ে ব্যস্ত থাকে ।
০২ মে ২০১৪ রাত ১১:৫৭
164883
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : Some work is done..
Only for corruption.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File