বুদ্ধিজীবিদের বয়ান নামাঃ আম জনতার অনুভূতি =================================
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০২ এপ্রিল, ২০১৪, ০২:২২:৪৬ দুপুর
গতকাল টিভিতে অনেক বুদ্ধিজীবির কথা শুনছিলাম আর মনে খটকা লাগল
# নাঈমুল ইসলাম খানঃ এনটিভির এই সময় অনুষ্ঠানে বলছিলেন
"আলীগ ৫ই জানুয়ারির নির্বাচনে যদিও বিএনপিকে দোষ চাপিয়ে দিয়ে পার পাচ্ছিলেন, কিন্তু এই উপজেলা তাদের ধাক্কা দিয়েছে। এর আগে সব নির্বাচন তারা সুষ্ঠু করেছিল"
আমজনতার কথাঃ আর কত চামচাগিড়ী, বাটপারি করবেন নাঈম সাহেব, কথার ছলে ৫ই জানুয়ারির অবৈধ নির্বাচনকে বৈধতা দিচ্ছেন??
# ডঃ বদিউল আলমঃ সুজন সম্পাদক, এনটিভির খবরে বলছিলেন " দেশের জনগন একদিনই রাজা হয়। এই উপজেলা নির্বাচনের মাধ্যমে গনতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে"
আমজনতার কথাঃ শাহবাগী বুদ্ধিজীবি মিঃ বদিউল, আপনি গত সাত বছর গনতন্ত্র কোথায় দেখলেন?? আলীগের ফ্যাসিজমকে আপনি গনতন্ত্র বলে বৈধতা দিচ্ছেন?
# ডঃ কলিমুল্লাহঃ জানিপপ চেয়ারম্যান এবং লীগার বুদ্ধিজীবি এনটিভির খবর সহ বিভিন্ন টকশোতে বলছিলেন " এবার সৃজনশীল পদ্ধতিতে কারচুপি হয়েছে, ভোটার লাইনে কালি লাগানো ইত্যাদি। তিনি বলছিলেন নির্বাচন কমিশন, স্বরাস্ট্র মন্ত্রী ঠিকই চিঠি দিয়েছিলেন কিন্তু কাজ হয় নাই"
আমজনতার কথাঃ আপনি ৫ই জানুয়ারির নির্বাচনে ৩০% ভোট পরেছে বলে রিপোর্ট করেছিলেন, আপনি ভালো করেই জানেন কেন্দ্রিয় সিদ্ধান্তের আলোকে প্রশাসন কারচুপিতে সহায়তা করেছে। আপনি আসলে নিক এবং সরকার থেকে টাকা পান বলে মিউ মিউ করবেন। আপনাদের মত দালাল আমরা দেখতে চাই না।
# মোঃ জমিরঃ আলীগের উপদেষ্টা বাংলাভিশনের টকশোতে বলছিলেন " বিএনপি হেরে গেছে বলে কারচুপির কথা বলছে, ১ম পর্যায়ে হারেনি বলে কারচুপির কথা বলেনি। সৌদি প্রবাসি এক দেশী ভাই'র প্রশ্নের জবাবে বলছিলেন। আপনি যে দেশে থাকেন সেখানে কি ভোট হয়? এত কথা বলেন কেন?"
আমজনতার কথাঃ দল কানা হয়ে কি কোন পদ পেতে চাচ্ছেন? তথ্য কমিশন থেকে বিদায় দেবার পর এবার কি পাচ্ছেন যে দালালীর মাত্রা ছাড়িয়ে গেছে?? যে সৌদি প্রবাসীর উপর ক্ষেপে গিয়েছেন আমি প্রশ্ন করি এটা কি সৌদির মত রাজতান্ত্রিক দেশ?? এই প্রবাসীদের টাকায় আপনারা চলেন, সুতরাং ভদ্র হন।
# ব্রিঃ শাখাওয়াতঃ সাবেক নির্বাচন কমিশনার " একুশে টিভির টকশোতে নির্বাচন কমিশনের দোষ দিচ্ছেলিন"
আমজনতার কথাঃ আচ্ছা এবার যে ভোটের আগের রাতে ভোট বাখ ভরে ফেলা হয়েছে, সেটা কি আমাদের আপনাদের করা ২০০৮ সালের সংসদ নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? আপনারা কিভাবে বিএনপিকে ভাঙ্গার ষড়যন্ত্র করছিলেন সেটা কি ভুলে গেছেন? সিটি কর্পোরেশনে কিভাবে বিএনপিকে হারিয়ে দিয়েছেন?? ইলেকশনের আগের ছয় মাস কিভাবে বিএনপির নেতা কর্মীদের পুলিশ দিয়ে দাবড়িয়েছেন? সব ভুলে সুশীল হয়েছেন। কিন্তু আমরা এই গুলি ভুলি নাই বলে আপনার কথা শনলে হাঁসি পায় আর করুনা হয়।
# ওবায়দুল কাদেরঃ যোগাযোগ মন্ত্রী, গতকাল আলীগের প্রেস কনফারেন্সে বলছিলেন " উপজেলা নির্বাচন যে কোন সময়ের চেয়ে সুষ্ঠু হয়েছে"
আমজনতার কথাঃ নোয়াখালী, ফেনী, লক্ষীপুরের নির্বাচনের সন্ত্রাস, খুন, ভোট কারচুপির পরিকল্পনাকারীর মুখে এই কথাই মানায়।
এত কথা শুনে দেখে ভাই নিজের বুদ্ধি সম্পর্কেই এক ধরনের বৃতিষনা এসে গেছে
বিষয়: বিবিধ
১১৯২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
{{{# নাঈমুল ইসলাম খানঃ +
# ডঃ কলিমুল্লাহঃ +
# মোঃ জমিরঃ +
# ওবায়দুল কাদেরঃ }}}}
এরা শুধু বাংলাদেশের গাদ্দার নয়,
এরা নিম্ন পর্যায়ের ভারতের দাস,
এরা ভারতের স্বার্থে নিজেদের মা-বোনের ইজ্জত বেচতেও রাজী,
{{{# নাঈমুল ইসলাম খানঃ +
# ডঃ কলিমুল্লাহঃ +
# মোঃ জমিরঃ +
# ওবায়দুল কাদেরঃ }}}}
এরা শুধু বাংলাদেশের গাদ্দার নয়,
এরা নিম্ন পর্যায়ের ভারতের দাস,
এরা ভারতের স্বার্থে নিজেদের মা-বোনের ইজ্জত বেচতেও রাজী,
মন্তব্য করতে লগইন করুন