উপজেলায় আলীগ আসলে জিতেছে কতটা?? =============================
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:০৮:০৬ দুপুর
উপজেলা নির্বাচনে আলীগ কেন হারল সেটা নিয়ে সবাই রিসার্চ করছে কিন্তু সত্যিকারে জিতেছে কতটা??
আলীগের কেন্দ্র দখল, প্রশাসন ব্যবহার, সন্ত্রাস এবং এর ফলে বিএনপি-জামায়াতের দুর্বলতার কারনেঃ
১। লালমোহন- ভোলা
২। গৌরনদী- বরিশাল
৩। বাকেরগঞ্জ- বরিশাল
৪। গোসাইরহাট- শরীয়তপুর
৫। শৈলকুপা- ঝিনাইদহ
৬। কালীগঞ্জ- ঝিনাইদহ
৭। পাংশা- রাজবাড়ী
৮। বালিয়াকান্দি- রাজবাড়ী
৯। নাচোল- চাপাইনওয়াবগঞ্জ
১০। কাজীপুর- সিরাজগঞ্জ
১১। উল্লাপাড়া- সিরাজগঞ্জ
১২। সুজানগর- পাবনা
১৩। আশাশুনি- সাতক্ষীরা
১৪। বাজিতপুর- কিশোরগঞ্জ
১৫। নিকলী- কিশোরগঞ্জ
১৬। কালিয়া- নড়াইল
সুতরাং আলীগ এবং জোট সর্বোচ্চ ২০ টি উপজেলায় জিতেছে।
প্রথম আলো সহ সহানুভূতিশীল মিডিয়া এই বিষয়টাকে পুরাই হাইড করে যাচ্ছে।
যাদের স্থানীয় ভাবে পরিচিত কেউ আছে তারা এই তথ্য খোঁজ নিতে পারেন।
মিডিয়া সাধারনভাবে যেটা অফ করে গিয়েছে সেটা হল গোপালগঞ্জের কাশিয়ানী এবং মোকসেদপুরে বিএনপির বিজয়। মূলত তারা নামে স্বতন্ত্র কিন্তু বিএনপির প্রার্থী।
বিপুল জনস্রোত না হলে মেহেরপুর, ঝিনাইদহ সদর, কোর্টচাঁদপুর সহ অনেক জায়গায়ই হারিয়ে দেয়া হত বিএনপি-জামায়াতের প্রার্থীদের।
বিষয়: বিবিধ
৯১৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর না হলে আ,লীগ তলানিতে থাকতো।
সিলেটের গোলাপগঞ্জে জামায়াত প্রার্থী জেতার কারণে অনেকে আবার গোপালগঞ্জে আ.লীগ প্রার্থীর পরাজয়ের খবরকে ভুল সংবাদ মনে করছেন। ভাবছেন সিলেটের গোলাপগঞ্জ। নামে নামে যমে টানে।
কিন্তু সত্যি সত্যিই গোপালগঞ্জের কাশিয়ানি ও মকসুদপুর উপজেলায় আ.লীগ প্রার্থী হেরেছে। প্রধান দূর্গের কি নিদারুণ পতন!
মন্তব্য করতে লগইন করুন