উপজেলায় আলীগ আসলে জিতেছে কতটা?? =============================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:০৮:০৬ দুপুর

উপজেলা নির্বাচনে আলীগ কেন হারল সেটা নিয়ে সবাই রিসার্চ করছে কিন্তু সত্যিকারে জিতেছে কতটা??

আলীগের কেন্দ্র দখল, প্রশাসন ব্যবহার, সন্ত্রাস এবং এর ফলে বিএনপি-জামায়াতের দুর্বলতার কারনেঃ

১। লালমোহন- ভোলা

২। গৌরনদী- বরিশাল

৩। বাকেরগঞ্জ- বরিশাল

৪। গোসাইরহাট- শরীয়তপুর

৫। শৈলকুপা- ঝিনাইদহ

৬। কালীগঞ্জ- ঝিনাইদহ

৭। পাংশা- রাজবাড়ী

৮। বালিয়াকান্দি- রাজবাড়ী

৯। নাচোল- চাপাইনওয়াবগঞ্জ

১০। কাজীপুর- সিরাজগঞ্জ

১১। উল্লাপাড়া- সিরাজগঞ্জ

১২। সুজানগর- পাবনা

১৩। আশাশুনি- সাতক্ষীরা

১৪। বাজিতপুর- কিশোরগঞ্জ

১৫। নিকলী- কিশোরগঞ্জ

১৬। কালিয়া- নড়াইল

সুতরাং আলীগ এবং জোট সর্বোচ্চ ২০ টি উপজেলায় জিতেছে।

প্রথম আলো সহ সহানুভূতিশীল মিডিয়া এই বিষয়টাকে পুরাই হাইড করে যাচ্ছে।

যাদের স্থানীয় ভাবে পরিচিত কেউ আছে তারা এই তথ্য খোঁজ নিতে পারেন।

মিডিয়া সাধারনভাবে যেটা অফ করে গিয়েছে সেটা হল গোপালগঞ্জের কাশিয়ানী এবং মোকসেদপুরে বিএনপির বিজয়। মূলত তারা নামে স্বতন্ত্র কিন্তু বিএনপির প্রার্থী।

বিপুল জনস্রোত না হলে মেহেরপুর, ঝিনাইদহ সদর, কোর্টচাঁদপুর সহ অনেক জায়গায়ই হারিয়ে দেয়া হত বিএনপি-জামায়াতের প্রার্থীদের।

বিষয়: বিবিধ

৯১৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181105
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪১
হুদাই প্যাচাল বাক্স লিখেছেন : আরে মিয়া আলীগ যে এখন একটা হুদাই দল এটা প্রমান হয়ে গেছে সবার কাছে । প্রচার করুক আর না করুক তাতে কি?তবুও মিডিয়ার প্রতি আক্ষেপ থেকেই যায় ।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৬
133915
মাজহার১৩ লিখেছেন : দেশ চালাচ্ছে মিডিয়া আর পুলিশ।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪২
133939
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : R8..thnx vai
181122
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩১
বাংলার দামাল সন্তান লিখেছেন : বিএনপি যদি জামায়াদের সাথে বিশ্বাস ঘাতকতা না করতো তাহলে ১০০% ১৯দলীয় জোট জিততো
181124
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩২
বাংলার দামাল সন্তান লিখেছেন : দুঃখিত শব্দটি জামায়াতের হবে।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৩
133940
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : 80% R8
181127
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪০
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আ,লীগ যা করছে,তা হলো ক্ষমতার অপব্যাবহার আর বি এন পি-জামাতেরর কোন্দলের ফলাফল।
আর না হলে আ,লীগ তলানিতে থাকতো।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৩
133941
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : R8...thnx
181158
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : গোপালগঞ্জের দুটি উপজেলাতেই আওয়ামীলীগ হারছে। মিডিয়ায় এ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই।

সিলেটের গোলাপগঞ্জে জামায়াত প্রার্থী জেতার কারণে অনেকে আবার গোপালগঞ্জে আ.লীগ প্রার্থীর পরাজয়ের খবরকে ভুল সংবাদ মনে করছেন। ভাবছেন সিলেটের গোলাপগঞ্জ। নামে নামে যমে টানে।

কিন্তু সত্যি সত্যিই গোপালগঞ্জের কাশিয়ানি ও মকসুদপুর উপজেলায় আ.লীগ প্রার্থী হেরেছে। প্রধান দূর্গের কি নিদারুণ পতন!
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৪
133942
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : fully agreed
181210
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৯
সজল আহমেদ লিখেছেন : ৩নম্বরটা বাকেরগঞ্জ আমার বন্ধুর বাড়ি।ওখানে নির্বাচন সুষ্ঠু হয়নি।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৫
134163
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : আমি আসলে নিজে খোঁজ নেবার চেষ্টা করেই লিখেছি।
181320
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৫
134164
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : ধন্যবাদ
181329
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আওয়ামীলীগ দেশের প্রধান রাজনৈতিক দল নয় সেটা প্রমান হয়েগেছে
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৬
134165
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : তার পরেও অনেক বড় দল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File