যারা মনে করে বিএনপি বা ১৯ দলীয় জোট নির্বাচনে না গিয়ে ভুল করেছে ======================================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৮ জানুয়ারি, ২০১৪, ০৩:৩০:৫১ দুপুর



কিছু ঘটনাঃ

+++++++

# বিএনপির এক জেলা সভাপতির আত্মীয়-স্বজন বলছে, বিএনপি নিশ্চিত ক্ষমতায় যাওয়া থেকে বঞ্চিত হল নির্বাচনে না যাবার কারনে।

# ডঃ আফসান করিম টকশোতে একদিন বলল, "আমার সাথে বিএনপির যত নেতার কথা হয় তারা সবাই নির্বাচনে যেতে চেয়েছে কিন্তু খালেদা জিয়ার কারনে হয় নায়"

# মাঠ পর্যায়ের বিশাল নেতা কর্মী তাই মনে করছে।

# জামায়তের অনেকে তাই ভাবে।

কিছু উক্তিঃ

++++++

# " আমরা আসলে আসন ভাগা ভাগি করেছি, এই জন্যই এত বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। বিরোধীদল আসলে তাদের সাথেও করতাম" -শেখ হাসিনা

# " বিএনপি নির্বাচনে আসলে শক্তিশালী বিরোধীদল হত"- চীফ হুইপ আসম ফিরোজ

# " বিএনপি কমপক্ষে ১০০ থেকে ১২০ আসন পেত, সেটা কি ভালো ছিলনা"-

গতকাল টকশোতে নাঈমুল ইসলাম খান

# "তত্বাবধায়কের আন্দোলনে" কেউ না থাকলেও আমি একলাই চালিয়ে যাবো- ম্যডাম খালেদা জিয়া

# "২০০৮ সালের মত পাতানো নির্বাচনে গিয়ে আলীগের বৈধতা দিবনা"- ইন্টারনাল মিটিং এ ম্যডাম

বন্ধুরাঃ

++++

বুঝেছেন তো কেন বিএনপি এবং ১৯ দল নির্বাচনে যায় নাই।

তাহলে তারা পাঁচ বছরের বৈধতা পেত,

এখন এক দিনেরও বৈধতা নেই। জাস্ট গায়ের জোরে ক্ষমতায় আছে।

আবার বিএনপি হেরে গেলে দল আরো সমস্যায় পরে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত।

কিছু ঘটনাঃ

+++++++

# বিএনপির এক জেলা সভাপতির আত্মীয়-স্বজন বলছে, বিএনপি নিশ্চিত ক্ষমতায় যাওয়া থেকে বঞ্চিত হল নির্বাচনে না যাবার কারনে।

# ডঃ আফসান করিম টকশোতে একদিন বলল, "আমার সাথে বিএনপির যত নেতার কথা হয় তারা সবাই নির্বাচনে যেতে চেয়েছে কিন্তু খালেদা জিয়ার কারনে হয় নায়"

# মাঠ পর্যায়ের বিশাল নেতা কর্মী তাই মনে করছে।

# জামায়তের অনেকে তাই ভাবে।

কিছু উক্তিঃ

++++++

# " আমরা আসলে আসন ভাগা ভাগি করেছি, এই জন্যই এত বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। বিরোধীদল আসলে তাদের সাথেও করতাম" -শেখ হাসিনা

# " বিএনপি নির্বাচনে আসলে শক্তিশালী বিরোধীদল হত"- চীফ হুইপ আসম ফিরোজ

# " বিএনপি কমপক্ষে ১০০ থেকে ১২০ আসন পেত, সেটা কি ভালো ছিলনা"-

গতকাল টকশোতে নাঈমুল ইসলাম খান

# "তত্বাবধায়কের আন্দোলনে" কেউ না থাকলেও আমি একলাই চালিয়ে যাবো- ম্যডাম খালেদা জিয়া

# "২০০৮ সালের মত পাতানো নির্বাচনে গিয়ে আলীগের বৈধতা দিবনা"- ইন্টারনাল মিটিং এ ম্যডাম

বন্ধুরাঃ

++++

বুঝেছেন তো কেন বিএনপি এবং ১৯ দল নির্বাচনে যায় নাই।

তাহলে তারা পাঁচ বছরের বৈধতা পেত,

এখন এক দিনেরও বৈধতা নেই। জাস্ট গায়ের জোরে ক্ষমতায় আছে।

আবার বিএনপি হেরে গেলে দল আরো সমস্যায় পরে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত।

বিষয়: বিবিধ

১১৫৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168995
২৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০০
চোরাবালি লিখেছেন : বিএনপি এলে কি আর এরকম নির্বাচন হত। সেখানে পুলিশ র্যার বাআল এর লোকজন দিয়ে ভোট কাস্ট করা হত আর শেষে হিসেবে গড়মিলও থাকতই।
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৫
123351
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : R8..thnx
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৫
123352
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : R8..thnx
169089
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুন্দর বিশ্লেষণ অনেক ধন্যবাদ
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৫
123353
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : thnx
169123
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৬
শিক্ষানবিস লিখেছেন : বি এন পি অনেক ভুল করেছে। কিন্তু যে ভুলটি সে করেনি, তা হল ইলেকশনে যাওয়া।
ইলেকশনে না গিয়ে বি এনপির সব ভুলের কাফফারা হয়ে গেছে। একটি সঠিক কাজের কারণে ১৯ দলের ভবিষ্যত এখন উজ্জল।
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৬
123354
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : thnx
169128
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৯
হতভাগা লিখেছেন : বিএনপির মাজা শামছু ভেঙ্গে দিয়েছে । আর কোনদিনও কোমর সোজা করে দাঁড়াতে পারবে বলে মনে হয় না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File