“The House of Sand and Fog” : গভীর চোরাবালি এবং কুয়াশায় বাংলাদেশ!! =======================================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২২ জানুয়ারি, ২০১৪, ১০:১৫:৪৯ রাত

তিন দিন আগে Vadim Perelman পরিচালিত অস্কার নমিনেশন প্রাপ্ত

“The House of Sand and Fog” সিনেমা টা দেখলাম। Jennifer Connelly,

Ben Kingsley, Lester Burdon অভিনীত অসাধারন ড্রামা ফিল্ম। ফিল্মটা দেখার পরে চোখ দিয়ে পানি এসে গেল।

প্লটঃ স্বামী পরিত্যক্ত, ড্রাগ এডিক্ট অসাধারন রুপসী Jennifer Connelly স্যানফ্রানসিস্কোর উপশহরে তার বাবার বাড়ীতে নিঃসঙ্গ জীবনযাপন করে। তার বাড়ীর ট্যাক্স পেইডের নোটিশ আসলে সে সেটাকে অবহেলা করে। তার ফল একমাস পরেই হাতে হাতে পেয়ে যায়। বাড়ীটা নিলামে বিক্রি হয়ে যায় ইরানের প্রাক্তন আর্মি অফিসার মাসুদ বেহরানী চরিত্রে Ben Kingsley’র কাছে। কিন্তু Connelly এটা কোনভাবেই মেনে নিতে পারে না। সে তার পরিবারের স্মৃতি বিজরিত বাড়ীটা ফিরে পেতে চায় যে কোনভাবেই। ট্যাক্স অফিস থেকে বেহরানীর সাথে যোগাযোগ করলে সে চার গুন দাম চায়। সেটা কনলির পক্ষে মেটানো সম্ভব না। Connelly পুলিশ অফিসার Burdon’র সাথে বারী ফিরে পাবার উদগ্র বাসনায় অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে। Burdon পুলিশী ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন ভাবে বেরহামকে জোর করে পূর্বের দামে বাড়ীটা ফিরে পেতে সহায়তা করে কিন্তু বেরহাম কোনভাবেই রাজি না। কনলি তার প্রিয় বাড়ীতে বার বার যায় কিন্তু বেরহাম দ্বারা অপমানিত হয়। এদিকে বার্ডনের পুলিশ ডিপার্টমেন্টে বেরহাম রিপোর্ট করে এবং স্ত্রী তাকে পরিত্যাগ করার হুমকি দেয়। এভাবেই দ্বন্দে এগিয়ে যায় গল্পটা।

শেষে দেখা যায়, Burdon’র পিস্তল কেড়ে নেবার ফলে পুলিশের গুলিতে বেরহামের প্রিয় ছেলে মারা যায়। সেই শোকে বেরহাম স্ত্রীকে বিষপান করিয়ে মেরে ফেলে এবং একই সাথে সে নিজেও আত্মহত্যা করে। অভিশপ্ত বাড়ীর বেডরুমে বেরহাম স্ত্রীর হাত ধরে চিরনিদ্রায় শায়িত হয়ে যায় ঠিক তখনি কনলি বাড়িতে ঢুকে দেখে এই অবস্থা। কনলি বেরহামকে বাচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের পায়ের কাছে শুয়ে অঝোরে কাঁদতে থাকে।

শেষে পুলিশ এসে উদ্ধারে নেমে পরে,

শেষ দৃশ্যে দেখা যায়, পুরা বাড়ীর এলাকা ঘন কুয়াশায় আবৃত কনলি উদ্ভ্রান্ত হয়ে সিগারেট খাচ্ছে,

পুলিশ অফিসার এসে বলেঃ “কেথি এটা কি তোমার বাড়ী?”

কনলি দীর্ঘনিঃশ্বাস ফেলে বলেঃ “না, এটা আমার বাড়ী না”

একটা বাড়ী নিয়ে দ্বন্দে বেরহাম পরিবার শেষ, বার্ডন পুলিশ পানিশমেন্টের মুখে, কনলি???

ছবিটা শেষ করার পর আমি অনেকক্ষন বসে থাকলাম। প্রিয় স্বদেশ নিয়ে চিন্তা করলাম

১। ভারতের ১০০% নিয়ন্ত্রন নেবার অভিলাষ

২। আলীগের ভারতের অভিলাষের সাথে মিলিয়ে ক্ষমতায় থাকার উদগ্র বাসনা।

৩। বিএনপির এর বাইরে থেকে ক্ষমতায় যাবার প্রচেষ্টা

৪। সমস্থ বামদের মুসলিম কৃষ্টি এবং সভ্যতা মুছে ফেলার চেষ্টায় যুদ্ধ ঘোষনা।

৫। আমেরিকা-ইউরোপের জিওপলিটিক্যাল স্বার্থ

৬। ভারত এবং পাশ্চাত্যের বাইরে চীনের নিজস্ব স্বার্থ

৭। জামায়াত-হেফাজতের টিকে থাকার সংগ্রাম

এক জটিল আবর্তে রাজনীতি,রাস্ট্র, সমাজ এবং সভ্যতা

আমাদের পরিনতি কি ফিল্মটার মত হবে ???

আমাদের প্রিয় স্বদেশ কি গভীর চোরাবালি এবং ঘন কুয়াশায় আটকে যাবে??

যেভাবে “The House of Sand and Fog” এ আটকে গিয়েছে সবাই......

বিষয়: বিবিধ

১১০৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166155
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৪
সাইদ লিখেছেন : আমাদের প্রিয় স্বদেশ কি গভীর চোরাবালি এবং ঘন কুয়াশায় আটকে যাবে?
আটকাতে বাকী আছে নাকি এখনো?
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৮
120605
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : R8 ur ques.
189133
০৯ মার্চ ২০১৪ রাত ০১:০৬
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার অনুভূতিটুকুই আজ হুবহু মঞ্চস্থ হচ্ছে। অনেকগুলো দৃশ্য ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। তবে অভিনয়ের শেষ পর্ব এখনও অনেক বাকী। দর্শকদের থ্রিলিং দিয়ে শেষের দিকে নেয়ার আ্প্রান চেষ্টা করলেও এখন কিন্থু দর্শকশুন্য নাটকের অভিনয় চলছে। শেষ পর্য্ন্ত না পারার সম্ভাবনাই বেশী হলেও ক্ষতিটা কিন্তু অনেক বড়।

ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File