পুলিশ হত্যার নেপথ্যে আলীগের ঘৃণ্য রাজনীতি =======================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৭ ডিসেম্বর, ২০১৩, ০৮:৫৮:১৯ রাত

তথ্যসূত্রঃ

+++++

১। ২৪শে ডিসেম্বর ম্যাডামের “গণতন্ত্রের অভিযাত্রা” কর্মসূচী ঘোষনা হবার পরেই রাতে ঢাকার বাংলামটরে পুলিশের বাসে পেট্রল বোমা নিক্ষেপ এক ট্রাফিক পুলিশ নিহত, দুইজন গুরুতর আহত। ২৫শে ডিসেম্বর বিএনপি-জামায়াতের কেন্দ্রীয় নেতাদের নামে মামলা।

২। ২৬শে ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির ৩ সদস্য সহ ছয় জন কেন্দ্রীয় নেতার নামে এবছরে ৫ই মে ‘হেফাজত ট্র্যাজেডির’ পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো।

৩। ২৬শে ডিসেম্বর রাজশাহীতে সাধারন টহলরত অবস্থায় বোমা নিক্ষেপে ১ পুলিশ সদস্য নিহত, দুইজন আহত। ২৭শে ডিসেম্বর রাজশাহীর আন্দোলন সংগ্রামের সমস্থ নেতার নামে মামলা।

৪। ২৭শে ডিসেম্বর নির্বাচনী জনসভায় শেখ হাসিনা “পুলিশের উপর হামলা হলে পুলিশ বসে থাকবে না”

আসলেঃ

++++

আলীগ সব সময় ‘ডার্টি গেমের’ মাধ্যমে এক ঢিলে অনেক পাখি মারে,

যেভাবে মেরেছে বিডিআর বিদ্রোহে, যুদ্ধ অপরাধী মামলায়, মিডিয়া দলন এবং বন্ধ করার মাধ্যমে এবং বাস পুড়িয়ে মানুষ মেরে।

১। এর মাধ্যমে তারা বিএনপি এবং ১৮ দলের নেতাদের দলনের পথ বেছে নিয়েছে।

২। আলীগের শেষ অস্ত্রকে আরো নৃশংস করতে চাচ্ছে। যার মাধ্যমে ২৯শে ডিসেম্বরের কর্মসূচীতে পুলিশকে ব্যবহার করা যায়।

৩। গত এক বছরে পুলিশকে বেআইনি ভাবে ব্যবহার করে যে গনহত্যা চালিয়েছে তাকে বৈধতা দেবার জন্য এই কান্ড ঘটাচ্ছে।

৪। পুলিশকে জনতার বিরুদ্ধে যুদ্ধে নামানোর জন্য আরো ক্ষেপিয়ে তুলতে চাচ্ছে।

৫। দলবাজ মিডিয়া এবং স্বঘোষিত বুদ্ধিজীবি নামের বুদ্ধিপ্রতিবন্ধীদের মুখে মায়া কান্না জুড়িয়ে দেবার জন্য।

জনতা, বিরোধীদল এবং পুলিশ ভাইরা সরকারের এই ঘৃণ্য ষড়যন্ত্রকে ঘৃণা ভরে প্রত্যখান করুন।

“জনতার বিজয় হবেই ইনশাআল্লাহ”

বিষয়: বিবিধ

১০৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File