সাতক্ষীরা সহ ৪০ টি জেলা নিয়ে ভাবুন, লেখুন ==========================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২০ ডিসেম্বর, ২০১৩, ০৮:৩৮:৫৪ রাত



সাতক্ষীরা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিনের উপজেলা কালীগঞ্জ তারই একটা ইউনিয়ন হল বিষ্ণুপুর...... যৌথ বাহিনীর অভিযান সাথে নব্য ভারতীয় রাজাকার লীগারদের জ্বালাও-পোড়াও এ বিপর্যস্থ একটা জনপদের নাম। বাবা পঙ্গু, মা অসুস্থ শরীর নিয়ে গরু, মুরগী পালন করে, অন্যের জমি চাষ করে আর দুই ছেলে ঢাকায় থাকে দীর্ঘদিন। ছেলেরা ছোট চাকরী করে এবং টিউশনি করে নিজেরা চলে, পড়াশুনা করে এবং বাবার চিকিৎসার খরচ বহন করে। সক্রিয়ভাবে এলাকায় তারা কোন দলও করে না অথচ এই ভারতীয় রাজাকারদের হামলায় তাদের বাড়ী ভস্মীভূত হয়েছে......ইভেন তাদের বাড়ীতে যে এক বস্তা চাল ছিল সেটাও লুট করে নেয়া হয়েছে...... পাশের বাড়ীতে আরেকজনের ছিল ছোট মুরগীর খামার সেই খামারের সমস্থ মুরগী বস্তায় ভরে তারা নিয়ে গেছে, এটা একজনের সত্য ঘটনা। এইভাবে তাদের তান্ডবে ইউপি চেয়ারম্যান, চৌমুহনী মাদ্রাসার ইবতেদায়ী শাখার বিল্ডিং বিষ্ণুপুর বাজারের ৬০/৭০ টি দোকান এবং প্রায় ১০০ সাধারন বাড়ী পুড়িয়ে দেয়া হয়েছে বা ভাংচুর করে নিশ্বেষ করা হয়েছে......... সমগ্র সাতক্ষীরা আসলে এই ভাবে জ্বলছে।

প্রায় ৭০ হাজার মানুষ কোথায় রাত কাটাচ্ছে কেউ জানে না......।

এটা কিসের প্রতিশোধ??? এটা কার স্বার্থের রাজনীতি??? এটা কোন গনতন্ত্র????

এটা কোন সভ্যতা?? এটা কোন শিক্ষা???

মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিত্ব, সংগঠন এবং

মানবাধিকারের প্রটেক্টর ভাবা হয় যে মিডিয়াকে তারা এই বিষয়ে চুপ করে আসলে কি তারাও মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত না????

পাকিস্থান, ভারত, আমেরিকা, সেনাবাহিনী নিয়ে আমরা ব্যস্ত কিন্তু ঘরের খবর ভুলে যাচ্ছি,

এই রাজনৈতিক মানসিকতার আমি ঘৃনা করি,

আজ বলতে ইচ্ছা করছে "আমরা আসলে সবাই দাস"

বিষয়: বিবিধ

১১১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File