কিছু কথা এবং প্রশ্ন ??? ==============
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ১০ ডিসেম্বর, ২০১৩, ০৯:৫৬:৫৩ রাত
১। "Divide & Rules" ছিল বৃটিশ শাসন পলিসি- বৃটিশরা ভারতকে শাসন করার জন্য
হিন্দু-মুসলিম বা আঞ্চলিক বিভেদকে জিইয়ে রেখে বা তৈরী করে ভারত শাসন বজায় রেখেছিল।
কিছু মীরজাফরের কারনে বাংলায় তারা সুরু করতে পেরেছিল তাদের দখল দারিত্ব।
২। চানক্য নীতিঃ আর্যরা ভারত শাসন করার জন্য কুট কৌশল, শ্রেনী বিভেদ এবং ভন্ডামির থিওরি আবিস্কার করেছিলেন।
৩। ম্যাকিয়াভেলীঃ অনেকটা চাণক্য নীতির সাপোর্টার, তার মতে শাসককে হতে হবে শিয়ালের মত ধূর্ত, পাকা অভিনেতা এবং নিষ্ঠুর......।
তথ্য প্রযুক্তির বিপ্লবের এই যুগে, কোন সভ্য দেশ উপরের ঐ নীতি গুলি অবলম্বন করে না।
আন্তর্জাতিক রাজনীতিতে পরাশক্তিরা ঐ নীতি ফলো করে থাকে যদিও সেটা কমে আসছে,
কিন্তু নিজের দেশের বিষয়ে কোন দেশপ্রেমিক, মানবতাবাদী এবং স্বাধীনতাপ্রিয় এবং সভ্য সরকার উপরোক্ত নীতি অবলম্বন করে না।
আমার মনের ভিতর অনেক প্রশ্ন??? অনেক দুঃখ, অনেক ঘৃণা তৈরী হয়েছে।
সমগ্র জাতিকে সাইকো প্যাশেন্ট বানানোর মূল কারিগরদের কি হবে????
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক......।
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন