সব কৃতিত্ব সংগ্রামী জনতারঃ আমরা শুধুই সহযোগী =========================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০৩ ডিসেম্বর, ২০১৩, ০২:১৩:৫৯ দুপুর

গত এক সপ্তাহে অনেক কিছুই অভাবনীয় ঘটেছে

১। এরশাদের রিভার্স সুইং।

২। সবচেয়ে কম প্রার্থী মনোয়ন জমা দান।

৩। বিএনএফ সর্বকালের সেরা ফ্লপ।

৪। বামদের নির্বাচন বর্জন।

৫। বিএনপি ভাঙার প্রচেষ্টা মাঠে মারা যাওয়া।

৬। ১৮ দল ভাঙার ব্যর্থতা

কিন্তু কেন এমন হল??

আসলে অনেক কিছুই পরিকল্পনা ছিল বাকশালীদের,

সবাই মনে করেছিল বিএনপি-জামায়াত আন্দলোন করতে পারবে না।

এই সুশীলরা আলীগকে ডুবানোর জন্য কিছু বিষয় ভুলিয়ে দিয়েছিল

১। ২৮শে ফেব্রুয়ারী থেকে জামায়াতের আন্দোলন।

২। ১৯৮৬-১৯৯১ পর্যন্ত এরশাদের বিরুদ্ধে বিএনপির আন্দোলন।

৩। বাংলাদেশের সবচেয়ে পপুলার দাবী।

সো গত ২৫শে অক্টবর থেকে দেশের সাধারন মানুষ যে প্রতিরোধ গড়ে তুলেছে সেটা অনেকেই রীড করছে সেটা মুখেই যাই বলুক।

যদিও সর্বাত্বক প্রতিরোধ একসাথে এখনও করাই হয় নাই।

তাই রাজনীতি ভবিষ্যতে করবে বলে তারা পিছুটান দিয়েছে বা দিচ্ছে।

জনতার সর্বাত্বক প্রতিরোধ একসাথে যখন করা হবে তখন কি হবে ভাবুন প্লিজ।

আন্দোলনের মাঠ থেকেই সমাধান আসবে।

সুতরাং সব কৃতিত্বই শত শহীদ পরিবার, ১০ হাজার আহত কর্মী, ৫০ হাজার গ্রেফতার হয়ে নির্যাতিত হওয়া এবং ১০ লক্ষাধিক মানুষের ঘড় ছাড়া ফেরারী জীবনের ত্যাগের উপর।

ধন্যবাদ হে জনতা, তোমরাই অগ্রগামী আমরা জাস্ট সহযোগী।

এগিয়ে যাও বীর জনতা।

বিষয়: বিবিধ

১০৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File