১/১১তেই রোড টু বাকশালের পরিকল্পনাঃ বিভ্রান্ত হবার কোন সুযোগ নেই
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ৩০ নভেম্বর, ২০১৩, ০৩:৩২:৪৭ দুপুর
অনেক জাতীয়তাবাদী এবং ইসলাম পন্থীরা মনে করছেন ইন্ডিয়া প্রযোজিত বামদের পরিকল্পিত এবং আলীগ পরিচালিত রোড টু বাকশাল পরিকল্পনা আলোচনার মাধ্যমেই সমাধান হবে। আমার অনেক জাতীয়তাবাদী বন্ধুরা সেটা ভেবে মজা করছেন আর ভবিষ্যতেরে একাঊন্টের জমার হিসাব করছেন। ঢাকার ওয়ার্ডের নেতারা কেউ বিদেশে কেউ বা দীর্ঘ দিন ধরে উধাও। সবার জন্য বলছি কিছু কথা স্মরণ করুন।
১। ২০০৭ সালে ইন্ডিয়া সফরে জেনারেল মঈনুদ্দিন- চানক্য আগ্রাসনের প্রতীক ঘোড়া উপহার সেটা ক্যান্টনমেন্টে নিয়ে আসা।
২। শেখ হাসিনার ভিশন ২০২১ পেশ- এই পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে চায়।
৩। "আলীগ যেভাবে সংবিধান সংশোধন করেছেন তাতে তারা ইলেকশন না করেও ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে"- সংবিধান বিশেষজ্ঞ- ডঃ তুহিন মালিক
৪। "ছাত্রদের একটা সংবিধান বানাতে বললে তারা যে সবচেয়ে খারাপ সংবিধান বানাতো বর্তমান সংবিধান তার চেয়েও খারাপ" - সংবিধান বিশেষজ্ঞ- ডঃ শাহদিন মালিক
৫। "শেখ হাসিনা নির্বাচন করবে না, দল কোথায় গেল? দেশ কোথায় গেল? সেগুলি তার বিবেচ্য নয় সে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে"- প্রবীন সাংবাদিক এ বি এম মুসা
৬। "সাড়ে তিন বছর ধরেই আমরা শুনছি আলীগ এক দলীয় নির্বাচনের দিকে যাবে, আমার আশা ছিল আলীগ এত বড় ভুল করবে না, কিন্তু এখন মনে হচ্ছে সেই পথেই যাচ্ছে"- সাংবাদিক
নাঈমুল ইসলাম খান
৭। "শেখ হাসিনা মনে করে দেশটা তার বাপ দাদার সম্পত্তি, সুতরাং তারা ছাড়া সবাই প্রজা
এই জন্য তিনি কারো কথাই শুনে না"- রাস্ট্রবিজ্ঞানী প্রফেসর দিলারা চৌধুরী
৮। মাঠ পর্যায়ের যে কোন আলীগ নেতা-কর্মীদের জিজ্ঞাসা করুন তারা জানে ২০২১ সাল পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, যদি প্রশ্ন করেন কিভাবে? বলবে জানি না, তবে থাকব?
৯। বিএনপি-জামায়াতের রাজনীতি করার অধিকারই আলীগ অস্বীকার করে।
এত গুলি রেফারেন্স দিলাম তার পরেও কারো কোন সন্দেহ আছে??
++++++++++++++++++++++++++++++++++++++++
সামগ্রিক আন্দোলনকে বিতর্কিত এবং প্রলম্বিত করার জন্য আলীগ গভীরভাবে কিছু কাজ করছে-
১। আশরাফ-ওবায়দুল কাদের যে সংলাপ-সংলাপ খেলার কথা বলছেন সেটা লোক দেখানো এবং ভয়ঙ্কর পরিকল্পনার অংশ ছাড়া কিছুই না।
২। বিদেশী রাস্ট্রগুলি অনেক চেষ্টা করেও ব্যর্থ বলা যায়- সুতরাং যারা এখনও সংলাপের কথা বলছেন তারাও এই খেলার সাথে যুক্ত কি?
৩। নমিনেশন পেপার জমা শেষ হয়ে গেলে কি আর নতুন করে তফশিল ঘোষনা করা যায়?
৪। ৬৫ বছর ধরে ইন্ডিয়া যে জাল পেতেছে সেই জালের শিকার উঠাবে এবার সেটা কি বিনা বাধায় ছেড়ে দিবে??
৫। ইন্ডিয়া যে খেলা খেলছে তাতে শেষ খেলায় আমেরিকা-ইইউ সব সরাসরি আর হস্তক্ষেপ করবে না কারন বাংলাদেশের জন্য তারা ইন্ডিয়ার সাথে খারাপ সম্পর্ক করবে না।
৭। প্রথম আলো সহ শুশীল সমাজের বড় অংশ রিভার্স সুইং খেলছে সাথে দুসরা এটা ১৮ দলের জন্য ভয়ংকর পরিনতি বা ১/১১'র চেয়েও কঠিন হতে পারে।অসেই খেলা কিন্তু হাসিনা মাইনাস না ১৮ দল মাইনাস এটা মনে রাখবেন।
৮। বিএনপির আন্দোলনের সূতিকাগার পুরান ঢাকা আজ মনে হচ্ছে বিএনপি শূন্য, আমার প্রশ্ন রোড টু বাকশালের এটাও কি পার্ট??
কিন্তু
++++
--- এই সামগ্রিক পরিকল্পনা ঠেকাতে পারে দেশের বিপ্লবী জনতা।
---- ঢাকার নেতাদের কানে এর পরেও যদি পানি না যায় তাহলে মনে রাখবেন আপনারাও রোড টু বাকশাল বাস্তবায়ন হলে রক্ষা পাবেন না।
---- পেশাজীবিদের এই অবস্থায় আন্দোলনের দ্বায়িত্ব নিতে হবে।
গর্জে উঠো বাংলাদেশ !!!!!????
বিষয়: বিবিধ
১১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন