বি,এন,পির পাঁচ নেতা গ্রেপ্তার, অনেকের বাড়িতে হানা, গুলশান অফিসে এবং ম্যাডামের বাসভবন অবরোধ, গতকালের সারাদেশের টক অব দি কান্ট্রি। আমরা কি হতাশ??? ====================================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০৯ নভেম্বর, ২০১৩, ০১:৫৫:২৭ দুপুর

১। ভারতের স্বরাস্ট্র মন্ত্রীর সাথে আমাদের স্বরাস্ট্র মন্ত্রীর জয়েন্ট মিটিং। ভারতের স্বরাস্ট্র মন্ত্রী শিন্দের শেখ হাসিনাকে ভালোবাসার প্রতিদান দেবার ঘোষণা।

২। বি,ডি,আর কেস'র ভিতর দিয়ে সেনাবাহিনীকে খুশি করার চেষ্টা।

৩। ইউরোপীয় ইউনিয়নের আ,লীগের প্রতি অবস্থান। ম্যাডাম জিয়ার দৃড় অবস্থান।

৪। দি ইকোনমিস্ট এর প্রতিবেদন " আর্মিকে ওয়েলকাম জানাবে হাসিনা"

৫। ম্যাডামের ৭ই নভেম্বর প্রোগ্রামে না যাওয়া।

৬। হরতালের ঘোষণা।

এর পরই ঘটল ঘটনা।

Line of Politics-

++++++++++++

১। আরো অনেক নেতা গ্রেপ্তার হবে।

২। ম্যাডাম গৃহবন্দী হবে।

৩। বিএন,পি অফিস বন্ধ হবে।

৪। কাদের মোল্লার ফাসি হবে।

৫। আ,লীগ নির্বাচন করবে।

৬। জরুরী আইন জারি হবে।

৬। বেশী প্রতিরোধ হলে তৃতীয় শক্তির হাতে ক্ষমতা যাবে।

৭। এই ভাবে বাকশালের আড়ালে কট্টর ইন্ডিয়া পন্থী সেক্যুলার সরকার প্রতিষ্ঠা হবে।

এখন প্রশ্ন হলঃ

++++++++++

১। এই প্লট আমি আপনি যদি বুঝি তাহলে ম্যাডাম বা ১৮ দল যানে না?? অবশ্যই আমাদের চেয়ে হাজার হাজার গুন বেশী জানে।

সুতরাং-----

+++++++++

১। ম্যাডাম, সরকারে থেকে আপোষকামীতার চেয়ে বিরোধীদলে থেকে আপোষহীন রাজনীতি অনেক ভাল বুঝেন তিনি।

২। ৮০% জনগন তত্বাবধায়ক সরকারের পক্ষে এবং তারা চায়। তার মানে এই মানুষরাই কৃষক, স্রমিক, পুলিশ, আর্মি, প্রশাসন সব জায়গায় আছে।

৩। ৮০% মানুষের দাবীকে আ,লীগ যত বেশী দমন করতে চাবে তত বেশী গনবিচ্ছিন্ন হবে এবং এটা থেকেই গনপ্রতিরোধের সম্মুখীন হবে। এই অবস্থা হলে দেশেরই ক্ষতি। বি,এন,পি এবং ১৮ দল দেশের জন্য রাজনঈতি করে। আ,লীগের অধিকাংশ নেতাও এটা চায় না।

৪। ঢাকা শহরের বাইরে আ,লীগের প্রভাব একেবারেই নেই বলা যায়। সুতরাং ওয়েট প্লিজ।

৫। ১৮ দলের পলিসির উপর আস্থা রাখুন প্লিজ।

৬। মিডিয়া, ইন্ডিয়া এবং সুশীল সমাজ ছাড়া কোথাও আ,লীগের প্রভাব নাই। সুতরাং শাইনিং বাংলাদেশের চশমা খুলে ফেলুন। অন্য দেশ দেখবেন আমি নিশ্চিত।

৭। কালকের গ্রেপ্তারের মাধ্যমে আ,লীগ দ্রুতই প্রমান করল তারা ইনক্লুসিভ নির্বাচন চায় না। গত কাল আ,লীগ গত ২০ দিনের ভিতর সবচেয়ে বড় ভুল করেছে।

৮। কাল প্রমান হয়েছে আগের সব কথাই ভাওতা, ধোঁকা, যেটা ম্যাডাম বলেছে। সেটাই আ,লীগ প্রমান করেছে।

৯। আব্দুল আওয়াল মিন্টুকে গ্রেপ্তার করে আ,লীগ যে ভীত সেটাই প্রমান করেছে। সেই সাথে ব্যবসায়ীদের কেও তারা চএপ্টাঘাত করেছে।

১০। বিশ্বের ইতিহাসে ৮০% মানুষের আন্দোলন বৃথা যায় নাই। বরং দিন যত যাবে আ,লীগ ততই বিচ্ছিন্ন হবে।

জনতার জয় হবেই হবে ইনশাআল্লাহ............।

বিষয়: বিবিধ

১২২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File