দেশের এই পরিস্থিতির জন্য সম্পূর্ন দায় শেখ হাসিনা এবং আ,লীগের সাথে......?? ====================================
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০২ নভেম্বর, ২০১৩, ০৩:৩২:১৩ দুপুর
গত দুই বছর ধরে বিভিন্ন টকশোতে দুই নেত্রীকে রাজনৈতিক পরিস্থিতির জন্য সমান ভাবে দায়ী করা হচ্ছে। গত দুই বছর বাহ্যত বি,এন,পি কোন আন্দোলন কর্মসূচী দেয় নাই। শুধু মাত্র জনমত গঠনের জন্য চেষ্টা করেছে। এবং সে ক্ষেত্রে তার সফল হয়েছে।
এখন বিভিন্ন টকশোতে বুদ্ধিজীবি, সুশীল সমাজ এবং মিডিয়ার ৮০ ভাগ প্রচারনা এমন ভাবে দাড়িয়েছে যে তাদের কথা অনুযায়ী।
১। বর্তমান পরিস্থিতির জন্য দোষ দুই নেত্রীর।
২। দুই নেত্রীকেই ছাড় দিতে হবে।
৩। না হলে তৃতীয় পক্ষ ক্ষমতা নিতে হবে।
৪। এটা কোর্টের রায়।
৫। গনতান্ত্রিক বিশ্বে এমনি ভাবে নির্বাচন হয়।
৬। এই সরকারের অধীনে নির্বাচন সব সুষ্ঠ হয়েছে।
আমার প্রশ্ন হলঃ
+++++++++++
১। আ,লীগ কি শুধু মাত্র নির্বাচনে জেতার জন্যই এটা করেনি???
২। ১৯৯১ সাল থেকে গনতন্ত্র যাত্রার সুরু হয়েছিল নির্দলীয় তত্বাবধায়ক দিয়ে ২০০৮ পর্যন্তও তাই ছিল। তাহলে কেন প্রয়োজন হল??? সেটা কি ক্ষমতা লিপ্সার জন্য নয়??
৩। একটা জন গৃহীত সেটেল ইস্যু তত্বাবধায়ক পদ্ধতিকে আপনি বাতিল করলেন, সেটাই ছিল অবৈধ। সুতরাং বেগম জিয়াওকে কেন ছাড় দিতে হবে??
৪। আপনারাই ১৯৯৬ সালে ছাড় দিতে বলেছেন, ২০০৬ সালে একজন সন্মানিত বিচারপতিকে বিতর্কিত করে আপনারাই ১/১১ এনেছিলেন, আবার আপনারাই আবার বি,এন,পি তথা ১৮ দলকে ছাড় দিতে বলে কি দেশের বৃহত্তর জনগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন না......আপনারা যে আ,লীগ কানা সেটা প্রকাশ করছেন না????
৫। আমকে আপনারা একটা সত্য কথা বলেন যে, ১৪ দল এবং ১৮ দল যদি একটা নির্দলীয় সরকারকে সমর্থন দেয় তাহলে তৃতীয় পক্ষকি কখনো ক্ষমতা নেবার সাহস পাবে। আপনাদের দলকানা ভূমিকা সরকারকে আরো ফ্যাসিবাদ বা বাকশালের দিকে নিয়ে যাচ্ছে। যার দায় ভার কি আপনাদের উপরও বর্তায় না???
৬। আপনাদের যেখানে সৎ এবং সাহহী ভূমিকা রাখা দরকার ছিল সেখানে দলকানার ভূমিকা নিয়ে দেশকে যে পিছনে ঠেলে দিচ্ছেন তার দায় কার???? আপনাদের কি দায় নিতে হবে না?
৭। ১৯৯৬ সালে বৃটিশ, ভারত এবং আমেরিকার নির্বাচন পদ্ধতি কি তত্বাবধায়ক ছিল?? তখন আপনারা কেন নির্দলীয়র কথা বলেছেন???
৮। আচ্ছা বলুন তো বৃটেন, আমেরিকাতে কি কোর্ট থেকে সংবিধানের মূল কাঠামো বাতিল করার রায় দেয়?? অবশ্যই না, কারন এটা আইনসভার বিষয়। তাহলে আইন সভার দরকার কি?? যখন কোর্টের দোহায় দেন তখন গনতন্ত্রের মূল বিষয়কে আপনি ভুলে যান কেন??? আসলে সেটা কি দলকানা দালালি নয়???
৯। এই মহা পন্ডিতরা কখনো কি স্টাডি করেছেন যে, ভারত ছাড়া তৃতীয় বিশ্বের গনতন্ত্রের মূল সমস্যা হল সুষ্ঠ নির্বাচন। আর সব শাসকই ক্ষমতায় থাকতে চায়। সুতরাং নির্দলীয় তত্বাবধায়ক হতে পারতো বিশ্ব রাষ্ট্র বিজ্ঞানের নতুন বিষয়। আপনারা কি সেটা জানেন না??? আসলে জানেন জেনেও যেহেতু হাসিনা বলেছে সুতরাং আমাকে ম্যাও,ম্যাও করতে হবে। কারন আপনি দলবাজ।
১০। এক মাগুড়ার জন্য যদি ১৯৯৬ সালের তত্বাবধায়ক হয় তাহলে ভোলা, বি,বাড়ীয়া, গাজীপুর, কিশোরগঞ্জ, বরগুনার জন্য কত বার নির্দলীয় তত্বাবধায়কের দাবী উঠতে পারে??? আপনারা কি এই রিপোর্ট জানেন?? নাকি জেনেও আপনারা দলকানা??
১১। আচ্ছা বলুনতো ভারত, আমেরিকা এবং বৃটেনে দলকানা, অঞ্চলপ্রেম প্রশাসন আছে কিনা???
উত্তরঃ
++++
১। এটা একটা বাকশালী চক্র, যাদের মূল চিন্তাই হল এক দল, এক দেশ।
২। এরা এদের বিবেককে বাকশালের কাছে বিক্রি করে দিয়েছে।
৩। দেশের এই পরিস্থিতির জন্য এই সমগ্র চক্রই একমাত্র দায়ী।
৪। এই চক্র স্বাধীনতা, গনতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি।
বিষয়: বিবিধ
১০৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন