ইসলাম is complete code of life: কেন? কিভাবে?-১ ====================================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০১ নভেম্বর, ২০১৩, ০৩:৩০:০১ দুপুর

আমরা সব সময় শুনি “Islam is complete code of life”. এই কথা টা কেন বা এর তাৎপর্য কি কখনো কি ভাবি আমরা? আমরা আসলে এটার বিভিন্ন বিষয় দেখব।

Computer programming language কি?

+++++++++++++++++++++

আপনি পিসিতে যে উইন্ডোজ,অফিস,ইন্টারনেট অথবা যেকোন সফটওয়্যার ব্যবহার করেন না কেন সেটা অবশ্যই একটা কোডিং’র মাধ্যমে করা হয়েছে। এর জন্য programming language হিসাবে Java, Visual Basic, c++ রয়েছে। আমরা অনেক সময়ই দেখি যে সফটওয়্যার গুলিতে বাগ রয়েছে বা হটাৎ করেই ক্রাশ করে এর অর্থ হল ঐ সফটওয়্যারের কোডিং এ কোথাও ভুল আছে। একটি বাগমুক্ত সফটওয়্যার হল ভাল প্রডাক্ট। এখন আমরা দেখি প্রোগ্রামিং কোড লেখার সময় আপনি যদি র জায়গায় লেখেন তাহলে আউটপুটে গোলমাল হবে। আবার আপনি যদি

দিয়ে লেখা শুরু করে দিয়ে শেষ না করেন তাহলে আপনার সব চেষ্টাই বৃথা হবে। ইসলামও তেমনি আপনার শুরু থেকে শেষ, ভিতরের সব কিছু ইসলামময় হতে হবে। আর যদি না হয় তাহলে বাজে বা খারাপ সফটওয়্যারের মত হবে।

ইসলাম ও মুসলিমঃ

+++++++++++

এর অর্থ হল আত্মসমর্পন করা। আল্লাহ্‌ রাব্বুল আলামীনের কাছে পূর্ণাংগ আত্মসমর্পনের মাধ্যমেই সৃষ্টি হতে পারে ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় এবং বিশ্ব শান্তি। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ন জীবন বিধান।

১। কুরআনের শেষ আয়াতে আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলেন “আজ আমি আমার দ্বীনকে (জীবন ব্যবস্থা) পরিপূর্ন করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র দ্বীন (জীবন ব্যবস্থা) হিসাবে নির্ধারন করলাম- সুরা আল মায়িদা।

২। নিশ্চয় আল্লাহ্‌র নিকট একমাত্র মনোনীত দ্বীন (জীবন ব্যবস্থা) হল ইসলাম – সুরা আল ইমরান-১৯

ইসলামের বিধানের আদর্শঃ

+++++++++++++++

ইসলামের সব কিছুর আদর্শ বিধান হচ্ছে রাসুল(সাঃ)’র বিদায় হজ্বের ভাষনে বলা কথা “আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি ১, আল-কুরআন এবং সুন্নাহ, যতদিন তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবা ততদিন পথভ্রষ্ট হবানা”

সুতরাং আমাদের জন্য আদর্শ রেখে দেয়া আছে। আমরা যখনই এর থেকে বাইরে যাব তখনই ইসলাম থেকে সরে যাব। সুতরাং কুরআন-হাদিসের বাইরে আমাদের জীবনকে পরিচালিত করলে আমাদের অবস্থা হবে বাগযুক্ত সফটওয়্যারের মত। যা নাও চলতে পারে বা মাঝে মাঝেই ক্রাশ করতে পারে। আর এই ত্রুটি পূর্ন জীবন কখনই আল্লাহ্‌র কাছে গ্রহনযোগ্য না।

চলবে............

আমরা সব সময় শুনি “Islam is complete code of life”. এই কথা টা কেন বা এর তাৎপর্য কি কখনো কি ভাবি আমরা? আমরা আসলে এটার বিভিন্ন বিষয় দেখব।

Computer programming language কি?

+++++++++++++++++++++

আপনি পিসিতে যে উইন্ডোজ,অফিস,ইন্টারনেট অথবা যেকোন সফটওয়্যার ব্যবহার করেন না কেন সেটা অবশ্যই একটা কোডিং’র মাধ্যমে করা হয়েছে। এর জন্য programming language হিসাবে Java, Visual Basic, c++ রয়েছে। আমরা অনেক সময়ই দেখি যে সফটওয়্যার গুলিতে বাগ রয়েছে বা হটাৎ করেই ক্রাশ করে এর অর্থ হল ঐ সফটওয়্যারের কোডিং এ কোথাও ভুল আছে। একটি বাগমুক্ত সফটওয়্যার হল ভাল প্রডাক্ট। এখন আমরা দেখি প্রোগ্রামিং কোড লেখার সময় আপনি যদি র জায়গায় লেখেন তাহলে আউটপুটে গোলমাল হবে। আবার আপনি যদি দিয়ে লেখা শুরু করে দিয়ে শেষ না করেন তাহলে আপনার সব চেষ্টাই বৃথা হবে। ইসলামও তেমনি আপনার শুরু থেকে শেষ, ভিতরের সব কিছু ইসলামময় হতে হবে। আর যদি না হয় তাহলে বাজে বা খারাপ সফটওয়্যারের মত হবে।

ইসলাম ও মুসলিমঃ

+++++++++++

এর অর্থ হল আত্মসমর্পন করা। আল্লাহ্‌ রাব্বুল আলামীনের কাছে পূর্ণাংগ আত্মসমর্পনের মাধ্যমেই সৃষ্টি হতে পারে ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় এবং বিশ্ব শান্তি। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ন জীবন বিধান।

১। কুরআনের শেষ আয়াতে আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলেন “আজ আমি আমার দ্বীনকে (জীবন ব্যবস্থা) পরিপূর্ন করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র দ্বীন (জীবন ব্যবস্থা) হিসাবে নির্ধারন করলাম- সুরা আল মায়িদা।

২। নিশ্চয় আল্লাহ্‌র নিকট একমাত্র মনোনীত দ্বীন (জীবন ব্যবস্থা) হল ইসলাম – সুরা আল ইমরান-১৯

ইসলামের বিধানের আদর্শঃ

+++++++++++++++

ইসলামের সব কিছুর আদর্শ বিধান হচ্ছে রাসুল(সাঃ)’র বিদায় হজ্বের ভাষনে বলা কথা “আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি ১, আল-কুরআন এবং সুন্নাহ, যতদিন তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবা ততদিন পথভ্রষ্ট হবানা”

সুতরাং আমাদের জন্য আদর্শ রেখে দেয়া আছে। আমরা যখনই এর থেকে বাইরে যাব তখনই ইসলাম থেকে সরে যাব। সুতরাং কুরআন-হাদিসের বাইরে আমাদের জীবনকে পরিচালিত করলে আমাদের অবস্থা হবে বাগযুক্ত সফটওয়্যারের মত। যা নাও চলতে পারে বা মাঝে মাঝেই ক্রাশ করতে পারে। আর এই ত্রুটি পূর্ন জীবন কখনই আল্লাহ্‌র কাছে গ্রহনযোগ্য না।

চলবে............

বিষয়: বিবিধ

১০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File