সিপিবি-বাসদের সাথে বৈঠক হচ্ছে বি,এন,পিরঃ তৌহিদী জনতার প্রশ্ন ====================================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ৩০ অক্টোবর, ২০১৩, ১২:০৮:২৩ দুপুর

আজ সিপিবি-বাসদ বি,এন,পির সাথে বসছেন। বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে নাকি কথা হবে এবং সমঝোতার বিষয়ে চেষ্টা করবে বাম চক্র।

আমি নিজে একজন পুরাই ডেমোক্রেটিক......আমি মনে করি বহুমত, বহুপথই গনতন্ত্রের সৌন্দর্য। কিন্তু কিছু কথা গত ৭ বছর ধরে শুনছি এবং দেখছি তাঁর পরেও কি এদেরকে বিশ্বাস করবেন???

১। ১/১১ এই চক্র ঘটিয়েছিল এবং বি,এন,পি তথা জামায়াতকে শেষ করে দেবার প্লান ছিল

২। এদের হেড অফিস "প্রথম আলো" ২০০১-২০০৬ পর্যন্ত ৯০% বি,এন,পির এম,পি কে দূর্ণীতির কাল্পনিক তথ্য দিয়ে সিন্ডিকেটেড নিউজ করিয়ে বিতর্কিত করে দিয়েছে।

৩। তারেক রহমান কে এরাই বিতর্কিত করেছে।

৪। তাদের একটা ইউনিট আছে মতিয়া চৌধুরীর নেতৃত্বে টপ টিম নিয়ে আ,লীগে, তাই তারা ১৮ দলের জন্য কি করবে???

৫। গনজাগরন মঞ্চ করে দেশ থেকে শহীদ জিয়ার দর্শন মুছে ফেলার ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে।

৬। যেদিন ম্যাডাম গজামের বিরুদ্ধে বলেছিলেন তার পর দিন মুজাহিদুল ইসলাম সেলিম বলেছিলেন শ্বাধীনতা চত্বরে " জামাতের হেড অফিস বি,এন,পির অফিসকে গুড়িয়ে দিতে হবে”।

৭। গজামের সময় বাংলা ভিশনের টকশোতে বলেছিলেন আমাদের সাথে আ,লীগের নীতির একটাই পার্থক্য আমরা আগে জামাত কে ধরতে চাই পরে বি,এন,পিকে আর আ,লীগ আগে বি,এন,পি পরে জামাত

৮। চার দিন আগে সময় টিভির টকশোতে আসিফ নজরুলের একটা কথার জবাবে সিপিবি প্রধান সেলিম বলেছিলেন “জামায়াত-হেফাজতের বিরুদ্ধে এখন আমরা যুদ্ধের ভিতর আছি, তাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে”

৯। ২৮-২৯শে ফেব্রুয়ারীর গন হত্যা এবং হেফাজতের ৫ই মের গনহত্যার মূল হোতা এই বাম চক্র। এই শহীদদের লাশের উপর দাড়িয়ে আপনি কি আপোষ করবেন?

১০। এদের কেন্দ্রীয় অফিস “প্রথম আলো” গত তিন দিন ধরে হরতালে আপনার জোটের বিরুদ্ধের অবস্থান কি মাথায় রাখছেন?

১১। এই চক্র মিশর, তুরস্ক, তিউনিসিয়া, রাশিয়া, পশ্চিম বঙ্গ, সিরিয়া তে যে মুসলিম সভ্যতা বিরোধী অবস্থান নিয়েছে তাতে কি এটাই প্রমানিত হয় না এরা মূলত ইসলামের শত্রু এবং গনতন্ত্রের শত্রু।

১২। এদেশের ৯০ ভাগ তৌহিদী জনতার সাথে কি আপনি প্রতারনা করবেন??

১৩। ১৮ দল কি ভেঙ্গে যাবে?

উত্তরঃ

১। হ্যা বসতে হবে- বি,এন,পি বহুদলীয় গনতন্ত্রে বিশ্বাস করে, সব মত পথ নিয়ে চলতে চায়। সুতরাং তাদের সাথে বসতে হবে।

২। আমি মনে করি ম্যাডাম উপরের সব বিষয়েই অবগত।

৩। যে কোন মাধ্যম দিয়েই হোক না কেন সর্বজনগ্রাহ্য নির্বাচনের দিকে আগাতে হবে, সেটা যে ভাবেই হোক। দেশটা আসলে সবার।

৪। ১৫ বছরের একটা জোট একদনেই ভেঙ্গে যাবে না।

৫। দেশের মঙ্গলই বি,এন,পি এবং ১৮ দলের রাজনীতি

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File