জনতার শক্তিঃ বিজয় হবেই, হতেই হবে ===========================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৭ অক্টোবর, ২০১৩, ১২:৪৮:০৪ দুপুর

আমি যখন কোন রাজনৈতিক পন্ডিতের সাথে কথা বলি বা রাজনৈতিক নেতার সাথে তারা সব সময় বলে......বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রনের শক্তি গুলির ধারাক্রম হলঃ

১। আন্তর্জাতিক শক্তি

২। সেনা বাহিনী

৩। সিভিল প্রশাসন

৪। মিডিয়া

৫। রাজনৈতিক দল

৬। শুশীল সমাজ

৭। জনগন

খুবই ভালো কথা.........ঠিক, ঠিক না????

২০০৬ সালে রাম-বামদের ১/১১ ঘটিয়ে যে দিল্লীর দাসত্বের সূচনা করা হয়েছে.........

তা্র পরিক্রমায় ৫ এবং ৭ নং ছাড়া বি,এন,পি -জামায়াতের বা ১৮ দলের কোথাও নিরুঙ্কুশ প্রভাব নাই।

কিন্তুঃ

====

৭ নং শক্তি সবচেয়ে ইনভিসিবল কিন্তু একতাবদ্ধ হলে সবচেয়ে পাওয়ারফুল।

৭ নং মানে জনগনের শক্তিতে প্রথম ৬ শক্তি পরাভব মানতে বাধ্য।

যদি ৫ এবং ৭ নং শক্তি পরাভুত হয় তাহলে আবার পলাশী, আবার দাসত্,, আবার চানক্য আবার দিল্লী..

তাই,

===

১। জনতার শক্তিকে একতাবদ্ধ করে সমস্থ দাসত্বের শৃঙ্খলকে ভেঙ্গে ফেলতে হবে।

২। আর ভুল নয় ৭ নং শক্তিকে ১ নং শক্তিতে সারাজীবন রাখতে হবে।

বিষয়: বিবিধ

১০৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File