রাজনীতি কোন দিকে যাচ্ছেঃ সংঘাত না নির্বাচন? ============================
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৩ অক্টোবর, ২০১৩, ০২:৩০:১৯ দুপুর
দৃশ্যপটঃ
=======
১। শুক্রবার প্রধানমন্ত্রীর ভাষণঃ এক চুলও না নড়ার অবস্থান থেকে অনেক চুল নড়ার প্রস্তাব এবং ইংগিত দেয়া
২। শনিবারঃ সভা-সমিতিতে নিষেধাজ্ঞার মাধ্যমে অঘোষিত জরুরী অবস্থা জারি। বি,এন,পির স্থায়ী কমিটির মিটিং। বেগম জিয়ার ঘোষনা কনভেনশনে তিনি যাবেন।
৩। রবিবারঃ
--পেশাজীবী কনভেনশন সরকারের পক্ষ থেকে বাতিল ঘোষনা, পুলিশ মোতায়েন, ম্যাডামের অনড় অবস্থান, আহ্বায়কের দৃড়তায় সরকারের পিছু হটা এবং সফল কনভেনশনে ম্যাডামের দৃড় ঘোষনা পেশ। আ,লীগের রাজনোইতিক পরাজয়।
--রাতে আ,লীগ এবং জাপার মিটিং জাপার আ,লীগের প্রতি সমর্থন প্রকাশ (আ,লীগের সা,সম্পাদকের বয়ানে)
-- ১৮ দলের মিটিং
৪। সোমবারঃ
-- বি,এন,পি তথা ১৮ দলের সংবাদ সম্মেলনে ম্যাডামের যুগান্তরী কিছু বক্তব্য
ক) তত্বাবধায়কের রুপরেখা
খ) জঙ্গীবাদ বিরোধী সুস্পষ্ট ঘোষণা
গ) ক্ষমা এবং সবাইকে নিয়ে নতুন ধারার রাজনীতির প্রত্যয়
ঘ) সংখ্যালঘুদের বিষয়ে স্পষ্ট অবস্থান।
-- আ,লীগ নেতাদের প্রস্তাব প্রত্যাখান করা
-- জাপার অবস্থান পরিষ্কার করা, আশরাফ সাহেবকে এক হাত নেয়া এবং বি,এন,পি ছাড়া নির্বাচনে না যাবার ঘোষণা।
--মন্ত্রীপরিষদ মিটিং এ ম্যাডামের প্রস্তাব নিয়ে কাউকে কথা না বলার নির্দেশ শেখ হাসিনার।
-- মার্কিন রাষ্ট্রদুতের সাথে ম্যাডামের বৈঠকঃ রাষ্ট্রদূতের সংলাপ নিয়ে আশাবাদ প্রকাশের মাধ্যমে বি,এন,পিকে সমর্থন
-- ম্যাডামের গাড়ি বহরে পুলিশের হামলা
৫। মঙ্গলবারঃ
- - বি,এন,পির চিঠি আ,লীগের সাঃ সম্পাদকের কাছে
-- শেখ হাসিনার জনসভাঃ বিষোধগার, মাইক বিভ্রাট
-- ২৫ অক্টোবর মহাসমাবেশের সফলের প্রত্যয়
-- তারাঙ্কোর ফোন মীর্জা ফখরুল সাহেব কে
-- ইউরোপীয়ান ইউনিয়নের সংলাপের আশা
-- মার্কিন-ভারত রাস্ট্রদুত পর্যায়ে মিটিং
-- মার্কিন-বাংলাদেশ চুক্তি
-- বি,এন,পির তথা ১৮ দলের সংসদীয় দলের মিটিং
-- আ,লীগের বুধবারের সাংবাদিক সম্মেলন স্থগিত।
-- কামাল মজুমদারের গাড়ীতে হামলা।
আসলে কোথায় যাচ্ছে?
=============
আ,লীগের পরাজয় ঘটছে এবং বি,এন,পির জয় হচ্ছে।
কিছু সংঘাতের ভিতর দিয়ে নির্বাচনের দিকে যাচ্ছে দেশ।
১। শুক্রবার প্রধানমন্ত্রীর ভাষণঃ এক চুলও না নড়ার অবস্থান থেকে অনেক চুল নড়ার প্রস্তাব এবং ইংগিত দেয়া
২। শনিবারঃ সভা-সমিতিতে নিষেধাজ্ঞার মাধ্যমে অঘোষিত জরুরী অবস্থা জারি। বি,এন,পির স্থায়ী কমিটির মিটিং। বেগম জিয়ার ঘোষনা কনভেনশনে তিনি যাবেন।
৩। রবিবারঃ
--পেশাজীবী কনভেনশন সরকারের পক্ষ থেকে বাতিল ঘোষনা, পুলিশ মোতায়েন, ম্যাডামের অনড় অবস্থান, আহ্বায়কের দৃড়তায় সরকারের পিছু হটা এবং সফল কনভেনশনে ম্যাডামের দৃড় ঘোষনা পেশ। আ,লীগের রাজনোইতিক পরাজয়।
--রাতে আ,লীগ এবং জাপার মিটিং জাপার আ,লীগের প্রতি সমর্থন প্রকাশ (আ,লীগের সা,সম্পাদকের বয়ানে)
-- ১৮ দলের মিটিং
৪। সোমবারঃ
-- বি,এন,পি তথা ১৮ দলের সংবাদ সম্মেলনে ম্যাডামের যুগান্তরী কিছু বক্তব্য
ক) তত্বাবধায়কের রুপরেখা
খ) জঙ্গীবাদ বিরোধী সুস্পষ্ট ঘোষণা
গ) ক্ষমা এবং সবাইকে নিয়ে নতুন ধারার রাজনীতির প্রত্যয়
ঘ) সংখ্যালঘুদের বিষয়ে স্পষ্ট অবস্থান।
-- আ,লীগ নেতাদের প্রস্তাব প্রত্যাখান করা
-- জাপার অবস্থান পরিষ্কার করা, আশরাফ সাহেবকে এক হাত নেয়া এবং বি,এন,পি ছাড়া নির্বাচনে না যাবার ঘোষণা।
--মন্ত্রীপরিষদ মিটিং এ ম্যাডামের প্রস্তাব নিয়ে কাউকে কথা না বলার নির্দেশ শেখ হাসিনার।
-- মার্কিন রাষ্ট্রদুতের সাথে ম্যাডামের বৈঠকঃ রাষ্ট্রদূতের সংলাপ নিয়ে আশাবাদ প্রকাশের মাধ্যমে বি,এন,পিকে সমর্থন
-- ম্যাডামের গাড়ি বহরে পুলিশের হামলা
৫। মঙ্গলবারঃ
- - বি,এন,পির চিঠি আ,লীগের সাঃ সম্পাদকের কাছে
-- শেখ হাসিনার জনসভাঃ বিষোধগার, মাইক বিভ্রাট
-- ২৫ অক্টোবর মহাসমাবেশের সফলের প্রত্যয়
-- তারাঙ্কোর ফোন মীর্জা ফখরুল সাহেব কে
-- ইউরোপীয়ান ইউনিয়নের সংলাপের আশা
-- মার্কিন-ভারত রাস্ট্রদুত পর্যায়ে মিটিং
-- মার্কিন-বাংলাদেশ চুক্তি
-- বি,এন,পির তথা ১৮ দলের সংসদীয় দলের মিটিং
-- আ,লীগের বুধবারের সাংবাদিক সম্মেলন স্থগিত।
-- কামাল মজুমদারের গাড়ীতে হামলা।
আসলে কোথায় যাচ্ছে?
=============
আ,লীগের পরাজয় ঘটছে এবং বি,এন,পির জয় হচ্ছে।
কিছু সংঘাতের ভিতর দিয়ে নির্বাচনের দিকে যাচ্ছে দেশ।
বিষয়: রাজনীতি
১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন