রাজনীতির সরল অংক আগে বুঝুন =====================
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০১ অক্টোবর, ২০১৩, ১০:৩০:২৮ রাত
ফেবু, ব্লগে বি,এন,পির সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে অনেকে বি,এন,পিকে ঝাড়ছেন......কেন বি,এন,পি ভাংচুর করল না? কেন হরতাল দিল না???? এই দল দিয়ে কিছু হবে না...ইত্যাদি ইত্যাদি.....সবার আবেগকে ধারন করেই বলছি, ভাবুন প্লিজ
১। ঈদের সাথে সাথে জামায়াত হরতাল দিল কিন্তু কেন পরে আন্দোলনে রাশ টানল?
২। কাদের মোল্লার রায়ে কেন ব্যাপক প্রতিক্রিয়া দেখালনা জামায়াত??
৩। হটাৎ করেই কেন বামদের দিয়ে গার্মেন্টসে আন্দোলন-ভাঙচুর, রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলন, পলিটেকনিক ছাত্রদের আন্দলোন ঘটানো হচ্ছে???
৪। মিশন ২৩শে অক্টোবর পরিকল্পনা কি পড়েছেন??
৫। বি,এন,পি কোন প্রতিক্রিয়া দেখাল না কিন্তু ঢাকাতে গাড়ী কেন ভাংল, পুড়ল?? তা কারা করছে???
৬। চট্রগ্রামের হরতালতো বি,এন,পিই দিয়েছে তাহলে কেন দেশ ব্যাপী দিলনা??
৭। সরকার যা চাচ্ছে তাতে আপনি পা দিলেন এবং সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করলেন তাতে আপনার কি লাভ ভেবেছেন???
রাজনীতির এই ধারাপাত বুঝতে আপনারা যদি ভুল করেন তাহলে আপনি Algorithm তো করতেই পারবেন না।
সো, BNP is in right track friends.....
বিষয়: বিবিধ
১২৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন