সালাহউদ্দিন কাদের চৌধুরী এবং তৃতীয় মতঃ ========================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০১ অক্টোবর, ২০১৩, ০২:৫৬:০৬ দুপুর

আমি ব্যক্তিগত ভাবে সালাহউদ্দিন কাদের চৌধুরীর একজন ভক্ত.........যেমন ভক্ত মওদূদ, সুরঞ্জিত, আনোয়ার হোসেন মঞ্জু, জমির উদ্দিন সরকার, তোফায়েল, মেনন, নিজামী, জাসদের বাদল এবং সিপিবির সেলিম সাহেবদের......আবার ভক্ত ড: কামাল, ডাঃ বি, চৌধুরী, ব্যাঃ রাজ্জাক, আমীরুল ইসলাম এবং ব্যাঃ মইনুলের কারন এরা প্রকৃত পক্ষে সংবিধান বিশেষজ্ঞ এবং রাষ্ট্র চিন্তক। সংবিধানের অলি-গলি, মতপার্থক্য, ভবিষ্যৎ এবং রাষ্ট্র চিন্তা নিয়ে এদের পারস্পরিক মত পার্থক্য থাকলেও চিন্তা করুন একটা সাংবিধানিক বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে......সংসদে এই ব্যক্তিরা সবাই সংসদ সদস্য হিসাবে আছে তাহলে সে সংসদে কি হতে পারে???? একটা প্রানবন্ত বিতর্ক এবং তার ভিতর দিয়ে বের হয়ে আসবে জাতির একটা সঠিক দিক নির্দেশনা...... সালাহউদ্দিন কাদের চৌধুরীরর শেষ সংসদ আলোচনা আমি শুনেছিলাম .........

তিনি বলেছিলেন রাজনৈতিক বিষয়কে আদালতে নেয়ার পরিনতি......সংসদ এবং রাজনীতির মাঠকে বাইরে রেখে আদালতের মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেবার প্রবনতা নিয়ে সমস্যার কথা বলেছিলেন......আ,লীগের এই সর্বনাশা খেলার কারনে সংসদ কিভাবে অপমানিত হচ্ছে এবং জনগন কিভাবে প্রতারিত হচ্ছে তাও বলেছিলেন তিনি...... মূলত যারা ভালো সংবিধান বুঝে তারা সবাই আবার আইনজীবি তাই তারা কখনই কোর্টের বিরুদ্ধে কোন কথা বলবেন না......এতে তার আইন পেশা ক্ষতিগ্রস্থ হবে এই আশংকায়......মিঃ চৌধুরীর মত কিছু সাহসী মানুষ ছিল বলেই এই চিন্তা করতে পেরেছিলেন...... আসলে আমরা সবাই সীমা লংঘন করি......সেটা রাস্ট্রের সব বিভাগই করে...... মিঃ চৌধুরী ঠিক এই জাইগাটাই বলেছিলেন......এই সাহসী, সৎ এবং দূরদর্শী রাজনীতিবিদের ফাঁসির রায়ে আমি সত্যই দুঃখিত এবং ব্যাথিত.........

বিষয়: বিবিধ

৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File