বিকল্প ভাবনাঃ কাজ ভিন্ন......লক্ষ্য এক =======================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৩৭:২৪ দুপুর

১। তেল, গ্যাস, খনিজ সম্পদ রক্ষা আন্দোলন- ভালো কথা, ভালো কাজ...... কিন্তু লক্ষ্য ??

২। বাংলাদেশ অনলআইন এক্টিভিস্ট নেটয়ার্ক- কথিত মুক্তমনাদের প্লাটফর্ম-----কিন্তু লক্ষ্য ???

৩। সম্মিলিত সাংস্কৃতিক জোট - কথিত বাংগালী বানানো-----কিন্তু লক্ষ্য ???

৪। প্রথম আলো বন্ধু সভা- ভালো কাজ-----কিন্তু লক্ষ্য ???

৫। মহিলা পরিষদ- ভালো কাজ-----কিন্তু লক্ষ্য ???

তাদের লক্ষ্য হচ্ছেঃ

১। সমাজতন্ত্র প্রতিষ্ঠা

২। সব প্লাটফর্মকে প্রয়জোনীয় সময়ে এক করে গন আন্দোলন ঘটানো যেমনঃ গণজাগরণ মঞ্চ

৩। ইসলামী ভাবধারাকে মুছে ফেলে সেক্যুলার বা নিদেন পক্ষে পাশ্চাত্য ভাবধারা প্রতিষ্ঠা।

৪। আওয়ামীলীগের বিকল্প প্লাটফর্ম সবসময় করে রাখা।

তাহলে প্রশ্নঃ

১। আমরা কি এগুলির সাথে থাকব??? না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকব??

২। ১+১+১+১+১-----+১০০= গনজাগরন যার প্রমান পেলা "গজামে" তার পরেও??

৩। ইসলামী বা জাতীয়তাবাদী ভাবধারার লোকরা এইও আন্দোলনগুলি করলে কি আমরা সাথে কতটুকু থাকতাম???

সমাধানঃ

১। বিকল্প জাতীয়তাবাদী আন্দোলনের প্লাটফর্ম তৈরী করা......যারা বি,এন,পি বা আ,লীগ এই সব ক্ষেত্রে যে দেশবিরোধী পদক্ষেপই নিক না কেন তার বিরোধিতা করবে।

২। মিডিয়া বান্ধব এবং একটিভিস্ট হতে হবে

৩। সাংস্কৃতিক বিপ্লবের জন্য বড় প্লাটফর্ম তৈরি করতে হবে।

আমার সংকীর্ণ চিন্তার জন্য দুঃখিত কিন্তু "গজাম" করে এইভাবে চিন্তা করতে বাধ্য করেছে এই প্লাটফর্ম গুলি।

বিষয়: রাজনীতি

৯৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File