প্রথম আলো, বাম চিন্তা এবং বিলিয়ার্ড
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২১ আগস্ট, ২০১৩, ১০:৫৯:৫৮ রাত
বিলিয়ার্ড একটা মজার খেলা, কারন আপনি খেলোয়াড়ের চোখের দিকে তাকিয়ে বুঝবেন না সে কি টার্গেট করেছে। বিলিয়ার্ড এ একটি বল দিয়ে আরেকটা বলকে হিট করে তৃতীয় বলকে পকেটে ফেলা হয়, সুতরাং আপনি বুঝতেই পারবেন না কোন বলকে পকেটে ফেলা হচ্ছে। ১/১১’র দিকে তাকান বামপন্থার সূতিকাগার প্রথম আলো, তাদের সিস্টার সংগঠন সিপিডি, টি,আই,বি এবং তাদের নিয়ন্ত্রাধীন সমস্থ মিডিয়া মিলে মইন কে দিয়ে ঘতানো হল, রেজাল্ট কি???
১। আ,লীগ ব্যাপক ভাবে ক্ষমতায় এল, দল এবং সরকারে মস্কোপন্থী বামদের ব্যপক দাপট।
২। ব্যাংক, বীমার পোস্ট নিয়ে বামরা বসে পরল। টিভি লাইসেন্সও তাদের হাতে চলে গেল।
৩। ছাত্রলীগ থেকে আসা নেতৃত্ব আ,লীগ এবং সরকারে ব্যাপক ভাবে অবহেলিত হল।
৪। মান্নান ভুঁইয়ার মত চাইনিজ বামরা সব কুল হারালো।
১/১১’র সময়ে এই সমীকরণ কি কেও ভেবেছিল?
এখন আসি এবছরের রাজনীতির হিসাবে।
প্রথম আলো, সিপিবি সহ সমস্থ বামদের নেতৃত্বে গনজাগরন মঞ্চ শুরু হল মনে হল আ,লীগের সমস্থ পাপ ধুয়ে দিবে। রাজনীতির আকাশে হটাৎ করেই হেফাজত ঝড়। এপ্রিলে সমস্থ মিডিয়া হেফাজত নিয়ে আলোচনায় মুখরিত। মে মাসে ছিল হেফাজতের ঢাকা অবরোধ হটাৎ করেই এপ্রিলের মাঝের দিকে প্রয়াত আইনজীবী এবং বাম চিন্তক ডঃ এম জহির বললেন “হেফাজত নিয়ে আলোচনার কি আছে”
খুব সুক্ষভাবে মিডিয়া থেকে হেফাজত Blackout হয়ে গেল শুরু হল বামদের প্রতিষ্ঠান গুলির খেলা
১। টি,আই,বি তত্বাবধায়কের রুপরেখা দিল মিডিয়া মেতে উঠল তা নিয়ে, হেফাজত আউট।
২। সি,পি,ডি এই খেলায় টি,আই,বি কে support করল আমরা খুব খুশি হলাম।
৩। প্রথম আলো জনমত জরিপ করে দেখাল ৯০% মানুষ তত্বাবধায়কের পক্ষে, আমরা মেতে উঠলাম।
৪। সিপিবিও বললো তত্বাবধায়কের কথা।
আমরা খুবি পুলকিত হলাম কিন্তু বামদের বিলিয়ার্ড খেলা বুঝলাম না। আজ বামদের এবং এই সমস্থ প্রতিষ্ঠান চুপ কেন? এর উত্তর কি জানা আছে আমাদের????
আসলে তারা কি??
১। হেফাজতকে মানুষের মনের ভিতর থেকে উঠিয়ে দেয়া।
২। প্রথম আলো এবং সিপিবি সব সময় আ,লীগের বিকল্প শক্তি বা বি টিম তাই তাদেরকে সন্দেহ না করলে রাজনীতির বিলিয়ার্ড খেলায় হারবেন।
৩। সিপিবির বিলিয়ার্ডে টার্গেট সবসময় বি,এন,পি এবং ইসলামী শক্তি সে ক্যালকুলেশন আপনার না থাকলে আপনি পস্তাবেন নিশ্চিত।
৪। সামনের দিনগুলিতে এটা আরো পরিস্কার হবে
দেখা যাক ভবিষ্যত কি বলে।
বিলিয়ার্ড খেলার টার্গেট কি মিস হয় কিনা?
বিষয়: রাজনীতি
১১৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন