মিতা হক. কিছু দুখঃ
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ১০ আগস্ট, ২০১৩, ১১:৩৯:৪২ রাত
মিতা হক......রেজওয়া চৌধুরী বণ্যা পরবর্তী বা সমসাময়িক সবচেয়ে জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী...আমার অনেক অনেক প্রিয়...মিতা তার বিশ্বাস থেকে আমাদের "বাঙালীয়ানা" নিয়ে তার তত্ব হাজির করেছেন। তার নতুন তত্ব"মাথায় কাপড় ও নেকাব বা হিজাব পরা নারীরা কখনোই বাঙালি নয়.।.। বাঙালিয়ানা থেকে দাড়ি টুপিকেও বাদ দেওয়া হবে।"
ঠিক এই তত্ব একপেশে যা কোলকাতার তথাকথিত বাবুদের চিন্তাধারা।
আমার কিছু Study মনে পরছে......
১। এটা আর্য সংস্কৃতি impose করার চেষ্টা। আর আর্যরা ছিল বাংলার দখলদার......আমাদের শোষক। তারা কখনই বাঙালী ছিল না।
২। "শরৎ চন্দ্র" তার "শ্রীকান্ত" উপন্যাসে লিখেছিলেন " আজ পাড়ার মাঠে বাঙালী আর মুসলমানদের ফুটবল খেলা হচ্ছে"
তাহলে আমরা কে ???
৩। আমার এক বন্ধু কোলকাতায় গেছিল তার সাথে ক্যাব চালকের কথা হচ্ছিল...ক্যাব চালক তাকে প্রশ্ন করেছিল "বরিশালে কি বাঙালী আছে?" বন্ধু তো অবাক......সে বলেছিল আমরা মুসলিম-হিন্দু সবাই তো বাঙালী
আমার প্রশ্ন এই দৃষ্টিভংগী কে ছড়াল???......
৪। প্রখ্যাত কৌতুক অভিনেতা সাম্যময় বন্দ্যোপাধ্যায় (ভানু বন্দ্যোপাধ্যায়) 'বাঙ্গাল'কে পুংলিঙ্গ এবং 'বাঙ্গালী'কে স্ত্রী লিঙ্গ বলে ব্যঙ্গ করেছিলেন।
আমরা আসলে প্রকৃত পক্ষে কি বুঝে নিন।
তাহলে বড় প্রশ্ন হচ্ছে.....।।
**** আ,লীগ এবং বামরা যে "বাঙালী জাতীয়তাবাদের" কথা বলছেন তার "Basic Ideology" কি এটাই......ধর্মহীন রাষ্ট্র করার পরিকল্পনা।
আমরা শংকিত, আতংকিত এবং সর্বপরী হতাশ।
এত বড় কষ্টের পরও বলতে চাই......
মিতা হক "আপনার গান শুনতে চাই" ঘৃণা নয় ভালোবাসা ছড়ান......এটাই রবীন্দ্র দর্শন।
বিষয়: রাজনীতি
১৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন