জামায়াত নিষিদ্ধ এবং কিছু কথাঃ-২

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০৭ আগস্ট, ২০১৩, ০৪:১০:১৫ বিকাল

এখন আমরা দেখব কারা এটার জন্য আপীল করেছিল এবং তাদের শ্রেনী চরিত্র

১। তরিকত ফেডারেশন

এরা মূলত মাজার পূজারী, মাজারে গান বাজনা করে, তারা ইসলামের শরীয়তকে বিশ্বাস করে না। নামাজ, রোজা, কালেমা এই গুলির চেয়ে ওরস, মাজার সিজদা, বিভিন্ন পীর বানিয়ে তাদের আল্লহর উসিলা বলা এইসব শিরকের ভিতর দিয়ে নতুন ধর্ম তৈরী করেছে। যেখানে বুদ্ধের নির্বান, হিন্দুদের জন্মান্তর বাদ, লালনের মানুষ ধর্ম দর্শন সব কিছু বিশ্বাস করা হয় এবং তাদের ধর্মের পার্ট এই গুলি।

২। জাকের পার্টি

এর মহাসচিব লতিফ মুন্সী সর্ব গুনের অধিকারী। তিনি এবং তার অনেক নেতা ২w ছাড়া চলে না। একজন বড় ধর্ম ব্যাবসায়ী। শাহ সূফী ফরিদপুরী কিছুটা কামেল ছিলেন কিন্তু ফয়সালের কথা নাই বলি।

৩। ইসলামী ফ্রন্ট

এরা বলে সুন্নী তরিকা আসলে তারা কে আল্লাহই ভাল জানেন। ফিতনা প্রতিরোধ করা বড় কাজ, কিন্তু নিজেরাই বড় ফিতনা। ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে এরা বিশ্বাস করে না। এদের নীতি হল "দুষ্টের দমনের জন্য যা আইন করা যায় তাই বৈধ" এরা মাজারপূজারীদের মূল সহযোগী।

এই গোষ্ঠী সারা জীবন আ,লীগ করেন আর তাদের গুন গান করেন। নাস্তিক বামপন্থীদের দেখবেন এদের সাথে চলেন, এদের প্যাট্রোন করেন। এদের আরেকটা বিষয় এরা সবাই ইন্ডিয়ান কংগ্রেস পন্থী।

সুতরাং বুঝতেই পারছেন?? মিলটা কোথায়.।.।।তাদের দায়বদ্ধতা আল্লাহর কাছে নয়। কোথায় বুঝে নিন।

ওয়ি ধর্মব্যবসায়ী, মাজারপূজারী, ইসলামের শত্রুদের চিনে রাখা জরুরী হয়ে পরেছে।

৩য় পর্ব কাল।

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File