জামায়াত নিষিদ্ধ এবং কিছু কথাঃ-১
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০১ আগস্ট, ২০১৩, ১১:০৪:০০ রাত
আজ হাইকোর্টের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে......
কারনঃ
১। জামায়াত আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করে।
২। জামায়াত একটা সম্প্রদায়ের কথা বলে।
রিট করেছে
১। তরিকত ফেডারেশন
২। ইসলামী ফ্রন্ট
৩। মুক্তিযোদ্ধার সন্তান
৪। জাকের পার্টি ইত্যাদি......
আমরা দেখব
কুরআন কি বলেঃ
১। "যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য এবং আল্লাহর আযাবই সবচেয়ে কঠিনতর। [সুরা বাকারা: ১৬৫]"
২। শাসন কর্তৃত্ব আল্লাহ ছাড়া আর কারোর নেই। তাঁর হুকুম- তোমরা তাঁর ছাড়া আর কারোর বন্দেগী করবে না। এটিই সরল সঠিক জীবন পদ্ধতি, কিন্তু অধিকাংশ লোক জানে না। (সুরা ইউসুফ আয়াত ৪০)
৩। আজ আমি আমার দ্বীনকে (জীবন বিধান) কে পরিপূর্ন করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র দ্বীন (জীবন বিধান) হিসাবে মনোনীত করলাম......(সুরা নিসা)- কুরআনের নাজিলকৃত শেষ আয়াত।
হাদিসঃ
আমি তোমাদের জন্য দু’টি জিনিস রেখে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব, অপরটি তাঁর নবীর সুন্নাত। যে পর্যন্ত তোমরা কিতাব ও সুন্নাতের উপর আমল করবে, পথভ্রষ্ট হবে না..
বিদায় হজ্বের ভাষণে রাসুল (সাঃ)।
খোলাফায়ে রাশেদীন
হজরত আবু বকর (রাঃ) খলিফা হয়ে প্রথম যে কাজ করেছিলেন তা হল,
একদল জাকাত ব্যবস্থাকে আস্বীকার করেছিলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছিলেন।
পরবর্তী খোলাফায়ী রাশেদিনরা তাদের শাসনের উৎস হিসাবে কুরআন ও সুন্নাহকেই অবলম্বন করেছিলেন......
মুসলমানদের আইনের উৎস হল চারটি
১। কুরআন
২। সুন্নাহ
৩। ইজমা
৪। কিয়াস
যারা এই ধারাকে অস্বীকার করে তারা কিভাবে মুসলিম হল আমার বোধগম্য হয় না......
সুতরাং জামায়াত কি ভুল করছে না ঠিক করেছে আপনারাই বিচার করবেন।
পার্টঃ২-আগামীকাল
বিষয়: রাজনীতি
৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন