খবর > বাংলাদেশ > দেশে ফিরলেন এমভি হোপের শেষ জীবিত নাবিক।
লিখেছেন লিখেছেন মোন খুলে লিখবো ২৬ জুলাই, ২০১৩, ০৮:২৮:০৩ রাত
দেশে ফিরলেন এমভি হোপের শেষ জীবিত নাবিক
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
থাইল্যান্ড উপকূলে দুর্ঘটনায় পড়া বাংলাদেশি জাহাজ এমভি হোপের শেষ জীবিত নাবিক মোবারক হোসেন দেশে ফিরেছেন।
শুক্রবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান।
জাহাজ মালিকদের পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের মহিউদ্দিন আবদুল কাদের জানান, বিমানের আরেকটি ফ্লাইটে সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান মোবারক।
গত ৪ জুলাই ভোর রাতে আন্দামান সাগরের থাই উপকূলে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি হোপ, এতে থাকা ১৭ নাবিক প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন সাগরে।
তাদের মধ্যে জীবিত উদ্ধার করা সম্ভব হয় নয়জনকে। লাশ পাওয়া যায় দুই জনের।
এমভি বাক্সমুন নামের একটি জার্মান জাহাজে করে পাঁচ নাবিক গত ৭ জুলাই চট্টগ্রামে পৌঁছেন। এরপর ১১ জুলাই বিমানে করে দেশে ফেরেন আরো তিনজন।
এমভি হোপের সেকেন্ড অফিসার মোহাম্মদ মোবারক হোসেন মিঠু থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তখন আসতে পারেননি।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে ফেরার পর তিনি শাহ আমানত বিমানবন্দর থেকে সরাসরি আগ্রাবাদের বাসায় চলে যান বলে তার স্বজনরা জানান।
হোপের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, দ্বিতীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন, ইলেকট্রিশিয়ান ছাদিম আলী, কেবিন ক্রু নাসির উদ্দিন, আলী হোসেন এবং প্রধান কুক নাসির উদ্দিনের কোনো সন্ধান মেলেনি।
এছাড়া চিফ অফিসার মাহবুব মোর্শেদ ও চিফ ইঞ্জিনিয়ার কাজী সাইফুদ্দিনের লাশ ময়নাতদন্ত শেষে গত ১৭ জুলাই দেশে আনা হয়।
বিষয়: বিবিধ
১০৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন