ইরাক ও আফগানিস্তানে নারী সৈন্য : ৩০% ধর্ষণের শিকার হয়েছে

লিখেছেন লিখেছেন পূস্পিতা ২৫ জুলাই, ২০১৩, ০৯:২৯:২২ রাত



Department of veteran affairs(which is funded by us millitary) এর তথ্য অনুযায়ী এ পর্যন্ত যত নারী সৈন্য ইরাক ও আফগানিস্তানে প্রত্যক্ষ দায়িত্ব পালন করেছে এর মধ্যে ৩০% ধর্ষণের শিকার হয়েছে, ৭১% যৌন নির্যাতনের এবং ৯০% যৌন হয়রানির শিকার হয়েছে। Pentagoner এর তথ্য মতে ৮০-৯০% যৌন নির্যাতনের অভিযোগ করা হয়নি। এরকম আর অনেক পরিসংখ্যান দেয়া যাবে। কিন্তু কাজের কাজ কি হবে। আমরা কি নারীদের জন্য সঠিক অবস্থানটি চিনহিত করতে পারবো।নারী পুরুষ যেখানে একসাথে অবস্থান করবে সেখানে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হবে। যে সমাজের মানুষের মাঝে তাঁর স্রষ্টার ভয় না থাকে সে সমাজ হয়ে পরে হিংস্র জন্তুতে ভরপুর। সে খানে নারী পায় না তাঁর প্রাপ্য সম্মান।তাই নারিকে পুরুষের লক্ষ বস্তুতে পরিনত না করে তাকে স্রষ্টা প্রদত্ত অবস্থানে রাখাটাই সকলের জন্য মঙ্গল। আর আমরা যদি সেটা না করতে পারি তাহলে দেশ রক্ষার যুদ্ধ পরিনত হয় তাঁর আত্মসম্মান রক্ষার যুদ্ধে, তাই আমেরিকার একজন নারী সৈন্য কে প্রকৃতির ডাকে সারা দিতে যেতে হলেও সঙ্গে নিতে হয় তাঁর কালাস নিকব রাইফেল এ জন্য নয় যে সে প্রতিপক্ষকে হত্যা করবে, এ জন্য যে যাতে তাঁর সম্ব্রম বাচাতে পারে তাঁর সহকর্মী থেকে।

বিষয়: বিবিধ

১৬০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File