পাইপ লাইনে গ্যাস সরবরাহ এবং সিএনজি স্টেশন বন্ধ করার কথা ভাবা হচ্ছে!

লিখেছেন লিখেছেন আজ আছি কাল নেই ০৭ মার্চ, ২০১৫, ১১:৫৮:২৯ সকাল

কাল বেলা সকালের খবরে একটা নিউজ পড়লাম পাইপ লাইনে গ্যাস সরবরাহ এবং সিএনজি স্টেশন বন্ধ করার কথা ভাবছে সরকার। সিলেটে গিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এই কথা বলেছেন। এর আগে অর্থমন্ত্রীও একই কথা বলেছিলেন। বাসা বাড়িতে রান্নার কাজেও গ্যাস বন্ধ করে দিবে ( শুধু নতুন সংযোগ নয় যারা বর্তমানে ব্যবহার করছে তাদের টাও)। কি ভয়ংকর কথা। আগে হুশ ছিল না? পরিকল্পনার কত অভাব। বাসা-বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হবে সরকার সেটা ভাবছে অথচ দেশের বিভিন্ন স্থানে এখনও নতুন সংযোগের জন্য পাইপ লাইনের কাজ চলছে। আরে বেটা যদি বন্ধই করে দেস তে ওই পাইপ লাইন গুলোর কাজ চালাই যাস ক্যান???

বিষয়: বিবিধ

৯৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File