সরকারী চাকুরীতে প্রবেশ বয়স ৩৫ করা হোক--
লিখেছেন লিখেছেন সুজা মানুস ২৩ জুন, ২০১৪, ০২:০৬:০২ দুপুর
সংসদে যারা বসে সরকার চালান তাদের বয়সের কোন সীমা নাই।৮০/৮৭ বছরের বুড়া বুড়িও সরকারকে নির্দেশনা দিচ্ছেন।পারলামেনটের মেম্বার হতে কোন বয়স সীমা নাই,কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না,শুধু চাপায় জোর,গায়িকা,নায়িকা হলেই হল।১ টা চাকুরী পেতে অনেক সার্টিফিকেট লাগে,রিটেন,মৌখিক দিতে হয়,আবার লাগে ঘোস।অপরদিকে রাজনীতিবিদদের কিছু লাগে না,এ বৈষম্য দূর করতে হবে,শিক্ষিত সাধারন জনগণকে সঠিক মূল্যায়ন করতে হবে।তাদের সরকারী চাকুরীতে প্রবেশ বয়স সীমা বাড়িয়ে ৩৫ করতে হবে।
বিষয়: বিবিধ
১৫৩৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার মতে, এই বয়সসীমা আরো কমানো উচিত মানে ৩০ এর কম। তাহলে আমাদের দেশের অনেক সামাজিক সমস্যা রোধ করা যাবে। কারন, ৩৫ বছর বয়সে চাকুরী নিয়ে বিয়ে করবেন কবে আর বাচ্চা-কাচ্চার কি হবে?
নিয়গ পাবেন।
০ '' একবার না পারিলে দেখ শতবার '' এই প্রবাদ বাক্যটির সাথে আপনি মনে হয় কখনই পরিচিত হন নি । আমরা ছোট বেলা থেকেই এটা শুনে আসছি এবং চেষ্টাও করে যাচ্ছি । হয়ত হচ্ছে , না হয় হচ্ছে না । তবুও চেষ্টা করতে হয় । এখানে তো শতবারের কথা বলা আছে , আর ওরা তো ৩/৪ টার বেশী সুযোগ পায় না ।
পাশ করার অব্যহতি পূর্বে বা সাথে সাথেই সরকারী বা বেসরকারী নিশ্চিত করুন তাহলে এত জটিলতা ও জ্যামের সৃষ্টি হবে না ।
এরকম আছে , বলিউড মুভি থ্রি ইডিয়টস্ দেখে থাকলে জানবেন যে ওদের ইন্জিনিয়ারিং কলেজের ছাত্রদের পাশ করার আগেই বড় বড় কোম্পানী চাকরির অফার নিয়ে আসে ।
সেটার ব্যবস্থা করেন , দেখবেন সবকিছু ইজি হয়ে গেছে ।
পাশ করার পর যে চাকরি নামক কঠিনতম যে যুদ্ধে নেমে পড়তে হয় সেটা থেকে প্র্যাজুয়েটস্দের মুক্তির ব্যবস্থা করুন । তাদের জন্য নিশ্চিন্ত একটা ভবিষ্যত তৈরি করে রাখুন ।
মন্তব্য করতে লগইন করুন