সরকারী চাকুরীতে প্রবেশ বয়স ৩৫ করা হোক--

লিখেছেন লিখেছেন সুজা মানুস ২৩ জুন, ২০১৪, ০২:০৬:০২ দুপুর

সংসদে যারা বসে সরকার চালান তাদের বয়সের কোন সীমা নাই।৮০/৮৭ বছরের বুড়া বুড়িও সরকারকে নির্দেশনা দিচ্ছেন।পারলামেনটের মেম্বার হতে কোন বয়স সীমা নাই,কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না,শুধু চাপায় জোর,গায়িকা,নায়িকা হলেই হল।১ টা চাকুরী পেতে অনেক সার্টিফিকেট লাগে,রিটেন,মৌখিক দিতে হয়,আবার লাগে ঘোস।অপরদিকে রাজনীতিবিদদের কিছু লাগে না,এ বৈষম্য দূর করতে হবে,শিক্ষিত সাধারন জনগণকে সঠিক মূল্যায়ন করতে হবে।তাদের সরকারী চাকুরীতে প্রবেশ বয়স সীমা বাড়িয়ে ৩৫ করতে হবে।

বিষয়: বিবিধ

১৫৩৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237889
২৩ জুন ২০১৪ দুপুর ০২:২০
স্বপ্নচারী মুসাফির লিখেছেন : ৪ বছরের অনার্সকোর্স ৬/৭ বছর লাগিয়ে চাকুরীর প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার যৌক্তিকতা কতটুকু??

আমার মতে, এই বয়সসীমা আরো কমানো উচিত মানে ৩০ এর কম। তাহলে আমাদের দেশের অনেক সামাজিক সমস্যা রোধ করা যাবে। কারন, ৩৫ বছর বয়সে চাকুরী নিয়ে বিয়ে করবেন কবে আর বাচ্চা-কাচ্চার কি হবে?
২৩ জুন ২০১৪ দুপুর ০৩:১০
184452
সুজা মানুস লিখেছেন : অনার্স কোর্স ২ বছরের হলে আপনি ৩০ এর কম শেষ বয়স সীমা ধরতে পারবেন।কারন এখত্রে অনার্স শেস হবে হয়ত ২ বছর আগে।আর আপনাকে ২৭ বছর শেষ বয়স সীমা দিলে ভাল হবে।কিন্তু দেশে আপনি সহজে ২৭ বছরের মধ্যে চাকুরীতে
নিয়গ পাবেন।
২৩ জুন ২০১৪ রাত ০৯:২৩
184575
স্বপ্নচারী মুসাফির লিখেছেন : আপনি অনার্স ২ বছরের করার কথা বলছেন, ঠিক আছে। কিন্তু বর্তমানে ৪ বছরের কোর্স ৬/৭বছর লাগে, তখন ৪/৫বছর লাগবে। কিন্তু আমরা সবাই উল্টা চিন্তা করি কেন? আমরা বয়স সীমা বাড়ানোর আন্দোলন করার আগে কেন বলছি না উচ্চ শিক্ষাঙ্গন সেশনজট বা রাজনীতিরর প্রভাব মুক্ত করতে হবে? আমরা অকারনে সময় নষ্ট করে চাকুরীতে রিক্রুটিং প্রক্রিয়া জটিল করবো!!!! সত্যিই আমরা এক আজব জাতী.....?
237893
২৩ জুন ২০১৪ দুপুর ০২:৩৭
হতভাগা লিখেছেন : বি.সি.এস. পরীক্ষার দীর্ঘসূত্রিতার জন্য চাকরীর এই বয়স সীমা ঠিকই বলেছেন ।
২৩ জুন ২০১৪ রাত ০৯:৩০
184579
স্বপ্নচারী মুসাফির লিখেছেন : একজন ছাত্রের কি ৪/৫বার বিসিএস এর সুযোগ কতটুকু যুক্তিযুক্ত? আমার পরিচিত যা আছেন তারা সবাই ১ম/২য়/৩য় বারে ক্যাডার হয়েছেন। যারা হয় তাদের অধিকাংশই প্রথমদিকেই হয়। আবার এক/দুইবার সুযোগ দিলে সবাই সময়ের সঠিক ব্যবহার করত। আবার পরিক্ষার্থী কম হওয়ার প্রক্রিয়াও অনেক সহজ হত, যেমনটি বিজিএস এ হচ্ছে....
২৩ জুন ২০১৪ রাত ০৯:৪২
184584
হতভাগা লিখেছেন : ''একজন ছাত্রের কি ৪/৫বার বিসিএস এর সুযোগ কতটুকু যুক্তিযুক্ত? ''

০ '' একবার না পারিলে দেখ শতবার '' এই প্রবাদ বাক্যটির সাথে আপনি মনে হয় কখনই পরিচিত হন নি । আমরা ছোট বেলা থেকেই এটা শুনে আসছি এবং চেষ্টাও করে যাচ্ছি । হয়ত হচ্ছে , না হয় হচ্ছে না । তবুও চেষ্টা করতে হয় । এখানে তো শতবারের কথা বলা আছে , আর ওরা তো ৩/৪ টার বেশী সুযোগ পায় না ।

পাশ করার অব্যহতি পূর্বে বা সাথে সাথেই সরকারী বা বেসরকারী নিশ্চিত করুন তাহলে এত জটিলতা ও জ্যামের সৃষ্টি হবে না ।

এরকম আছে , বলিউড মুভি থ্রি ইডিয়টস্‌ দেখে থাকলে জানবেন যে ওদের ইন্জিনিয়ারিং কলেজের ছাত্রদের পাশ করার আগেই বড় বড় কোম্পানী চাকরির অফার নিয়ে আসে ।

সেটার ব্যবস্থা করেন , দেখবেন সবকিছু ইজি হয়ে গেছে ।

পাশ করার পর যে চাকরি নামক কঠিনতম যে যুদ্ধে নেমে পড়তে হয় সেটা থেকে প্র‍্যাজুয়েটস্‌দের মুক্তির ব্যবস্থা করুন । তাদের জন্য নিশ্চিন্ত একটা ভবিষ্যত তৈরি করে রাখুন ।
268500
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৪১
সুজা মানুস লিখেছেন : আপনাদের মন্তব্য ভাল লাগল। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File