বিমানের টাকা চুরি করতেই হবে---
লিখেছেন লিখেছেন সুজা মানুস ১০ জুন, ২০১৪, ০৪:৩৫:২৮ রাত
চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড় ধরা।বাংলাদেশ বিমান যারা পরিচালনা করছেন তারা সেই বিদ্যা খুব ভাল করে রপ্ত করেছেন যার কারনে কোটি কোটি টাকা চুরি করেও ধরা পরছেন না।গত ৩ বছরে হাজার কোটি টাকা লোকসান দিলেও সরকারের তাতে ক্ষতি নাই কারন কারো ব্যাক্তিগত লোকসান না,পাবলিক লছ।আমাদের দেশের রাজনৈতিক দল গুলোর এ মানসিকতা আর গেল না,তাই বিমান পেল না লাভের দেখা। আমিরাত,তুরকি,কাতার বিমান সংস্থা গুলো বাংলাদেশের যাত্রী পরিবহন করে কোটি কোটি ইউরো আয় করছে আর আমাদের বিমান কর্মকরতারা লোকসানের নামে টাকা চুরি করছেন ।যারা সবাই শিক্ষিত চোর। এদের হাত থেকে বিমানকে রক্ষা করবে এমন বান্দা নাই। ব্রিটিশ পরিচালক পর্যন্ত ছাইরা দে মা কাইন্দা বাঁচি বলে পালিয়েছেন। নিজ দেশে চলে গেছেন।উনি বুঝতে পেড়েছিলেন যে বাংলাদেশীরা জান দেবে তবু বিমানের টাকা চুরি ছাড়বেন না।বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সাহেব সেই চোরদেরকে ধরছেন না কেন?
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দরিয়া মে ডাল
মন্তব্য করতে লগইন করুন