সার্ক কান্ট্রি গুলুকে পোর্ট এন্ট্রি দিলে--

লিখেছেন লিখেছেন সুজা মানুস ২৮ জানুয়ারি, ২০১৪, ১২:২১:২৪ রাত

সার্ক কান্ট্রি গুলুকে পোর্ট এন্ট্রি দিলে--

বাংলাদেশ যদি সার্ক কান্ট্রি গুলুকে পোর্ট এন্ট্রি দিত তাহলে বেশ কিছু বৈদেশিক মুদ্রা ইজি আয় করতে পারত।ইউরোপের ২৮ দেশের পাবলিক ভিসা ছাড়া ভিজিট করতে পারে কিন্তু আমাদের সার্ক দেশের পাবলিক তা পারে না।ইউরুপের মানুষের মাঝে যে বিশ্বাস বেপারটা আছে দক্ষিন এশিয়ার মানুষের মাঝে তা নেই।বিশেস করে ভারতের সেই সাহস নাই।ভারত ডেমোক্রেটিক কিন্তু বড় অনুদার তার খুদে প্রতিবেশীদের প্রতি।ভারত আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে বিশেস করে কাউকে কিছু দেয়ার বেপারটা।ভারত বাংলাদেশ থেকে অনেক বৈদেশিক মুদ্রা হাতিয়ে নিচ্ছে নানা ভাবে,কিন্তু আমরা মুদ্রা আনতে গেলে ক্রাইম হবে।নির্দিষ্ট ফিস নিয়ে ভারতীয়দের পোর্ট এন্ট্রি দিয়ে কিছু বারতি মুদ্রা বাংলাদেশ আয় করতে পারে।কিন্তু ফিস নেয়াটা আবার যদি অপরাধ মনে করে মাফ করে দেয়া হয় অনুদার দেশটাকে তাহলে বাংলাদেশ আবার ভারতের বাঁশ খাবে।কোন ভাবে ভাসা ফি মাফ করা যাবে না।সব সার্ক কান্ট্রির পাবলিকদের এ সুবিধা দিলে দেশে কিছু বারতি পর্যটক আসতো,দেশের মরা ইকনমি চাঙ্গা হত।

বিষয়: বিবিধ

১২২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File