হরতালের কালচার বন্ধ করুন--
লিখেছেন লিখেছেন সুজা মানুস ১০ জানুয়ারি, ২০১৪, ০৫:৩১:১৯ সকাল
হরতালের কালচার বন্ধ করুন--
দেশের মানুসকে সুখে থাকতে দিন।রাজনীতি করবেন তার মানে এ নয় যে নিজেদের খমতা দখানোর জন্যে হরতালের নামে দেসের মানুসের ক্ষতি করবেন।
হরতাল কোন সভ্য জাতির কালচার হতে পারে না।তাই সব দলের এটা বাদ দিতে হবে।গত বছর ৭০ দিন হরতাল হল কিন্তু সরকারী-বিরোধী দলের কারো কোন ক্ষতি হয় নাই।আনেক নাগরিক মারা গেছেন। অনেক পরিবার তাদের প্রিয়জন হারিয়েছেন।উপারজনের একমাত্র লোকটি হারিয়েছন।সরকার আর বিরোধী দলের কেউ ঐ পরিবারগুলোকে বিশেষ সুবিধা দিচ্চছে না।এভাবে পাবলিকের লাইফের ১২তা বাজিয়ে রাজনীতি করা পাপ।এত পাপ করে যতই ইবাদত করুন আল্লাহ্ মাফ করবেন না। সব রাজনীতিবীদকে জাহাননামের আগুনে জলতে হবে।
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন