সভ্যতার সংকট ও মানবাধিকার
লিখেছেন লিখেছেন কণ্ঠনালী ১৭ আগস্ট, ২০১৩, ০১:৩৭:১৩ রাত
সভ্যতার চরমতম পর্যায়ে আসীন হয়েছে বর্তমান পৃথিবী। বলা চলে আধুনিক সভ্যতার ভরা যৌবন চলছে এখন। শিক্ষা, সমাজ, প্রযুক্তি, কৃষ্টি-কালচার, মানবিক মূল্যবোধ, সবদিক থেকেই উৎকর্ষতা সাধন করেছে মানব সমাজ। একবিংশ শতাব্দীর এই পর্যায়ে মানবাধিকার শব্দটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। দেশে দেশে মানবাধিকারের বিষয়টি এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু। শিল্প বিপ্লবের পর থেকে বিভিন্ন দেশে আধুনিক অস্ত্রের উৎপাদন ব্যপক হারে লক্ষ করা যায়, যার ভয়ঙ্কর রূপ বিশ্ববাসী প্রথম প্রত্যক্ষ করে ১ম বিশ্বযুদ্ধের মাধ্যমে।¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬ এরপর থেকে মানবাধিকার নিয়ে বিশ্ববাসী চরমভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে। বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলোর সাম্রাজ্যবাদী মনোভাবের কারনে ভারি অস্ত্রের ব্যবহার ও উৎপাদন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সময় করা অস্ত্রহ্রাসকরণ চুক্তিগুলো শুভঙ্করের ফাঁকি হিসেবে প্রমানিত হয়েছে। এ বিষয়ে জাতিসংঘ Double Standard policy অবলম্বন করেছে। ১ম বিশ্বযুদ্ধের ক্ষত না শুকাতেই বিশ্বকে ২য় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। অত্যাধুনিক নিউক্লিয়ার বোমার আঘাতে জাপানের হিরোশিমা ও নাগাশাকি শহর ধ্বংস হয়ে যায়, প্রানহানি ঘটে সাড়ে তিন লক্ষ মানুষের।(চলবে)
বিষয়: আন্তর্জাতিক
১৫৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন