শ্রাবণ...!

লিখেছেন লিখেছেন বটবৃক্ষ বলছি ৩০ জুলাই, ২০১৩, ০৯:৪৬:৫০ রাত



টুকটুকে লাল গোলাপের কলি

সদ্য ফোটা গোলাপের মখমল পাপড়ি

কত সুন্দর! কত মনোরম!

বৃষ্টিভেজা গোলাপ ¯িœগ্ধ পরম।

যখন গোলাপের কাছে যাই

গোলাপের পাশে দাড়াই

কখনো গোলাপকে ছুতে চাই

আবার না ছুয়ে গভীর নয়নে

শুধু দেখেই তৃপ্তি পাই।

একদিন দেখি এক মানবী গোলাপ

মায়াবী নাম তার পাপড়ি

টুকটুকে লাল গোলাপের পাপড়িগুচ্ছর ন্যায়

সাজানো তার সুগঠন।

আশা ছিল তার স্বপ্নীল জীবনের

ভালোলাগা আর ভালোবাসায়

প্রাপ্তি আর তৃপ্তির মোহনায়

সার্থক করে তুলবে সংসার ভূবন।

কিন্তু আজ সে কবিতার পাতায়

যেন নিঃস্প্রাণ পড়ে আছে।

কোমলতায় গড়া প্রতিটি কাঠামো তার

পরগাছে জড়ানো ফুলগাছের মত

পানিহীন অযতেœ অবহেলায়,

হলুদ হয়ে যাওয়া ফুলের পাপড়ির ন্যায়

একটি একটি করে ঝরে পরে যায়!

লাল গোলাপের পাপড়ি

আজ হলুদ বর্ণ হয়ে

ওষ্ঠাগত প্রাণ!

গাছের গোড়াতে নেই কোনো পানি

অথচ বইছে অবিরাম নেত্র-শ্রাবণ!

বিষয়: বিবিধ

১০৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File