আমি আদর্শ মানুষ হব!
লিখেছেন লিখেছেন বটবৃক্ষ বলছি ২৩ জুলাই, ২০১৩, ০৬:৫০:৪৬ সন্ধ্যা
আমি আদর্শ মানুষ হব
আমি বিখ্যাত হব এ জগতে,
সর্বদাই আমি সুকর্ম করব
ও জগতেও থাকবো সাফল্যের সারিতে।
আমি ‘উদাহরণ’ হব
ধর্মে, কর্মে অন্যান্যতায় আমরণ।
আমি শশব্যস্ত থাকবো
শান্তি প্রতিষ্ঠায়, জীবন করব কোরবান।
তাই আমার সংগ্রামীর শুরু জীবনে
আমি কষ্টের কষাঘাতে আহত!
বেদনায় পিষ্ট হচ্ছি বারেবার!
সমালোচনার কথনে এ হৃদয় ক্ষতবিক্ষত!
বেদনার্ত হৃদয়ের সিদ্ধান্ত আমার
যত প্রতিকূলতাই আসুক না কেন
আমার স্বপ্ন ও সিদ্ধান্ত থেকে
কখনো নড়বো না আমি!
এটা আরেক সিদ্ধান্ত আমার বুকে!
সফল হতেই হবে আমাকে,
মন-প্রাণ উজার করে চাই সফলতাকে!
তাই সহজেই মেনে নিয়েছি আমি সমালোচনাকে!
সহজেই গ্রহণ করেছি আমি ব্যর্থতাকে।
কারণ, আমি জানি
ব্যর্থতাই সাফল্যের সোপান।
আর সমালোচনার অকথ্য কথন
যত দুর্বার! যত কষ্টকর!
ততই চলন্ত প্যাট্রোল তৈরী হবে আমার ভিতর।
তীব্র গতিতে চলবে আমার
কর্মশক্তি উৎপাদনের জেনারেটর!
বিষয়: বিবিধ
১২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন