স্মৃতির পাতা থেকে…

লিখেছেন লিখেছেন এম এস ইসলাম ০৫ মে, ২০১৪, ১১:৫৩:৫৬ রাত



জীবনের নিঃসঙ্গ বন্ধুর পথ চলতে চলতে

আকস্মিক তার সাথে দেখা।

অজানা, অচেনা

তবু যেন কত পরিচিত,

যুগ জন্মান্তরের চেনা।

ভাবি এই বুঝি আমার ঠিকানা,

এখানেই বুঝি পথচলা শেষ।

এখানেই বুঝি ভালবাসার ছায়ায় বিশ্রাম

অবিরাম বিশ্রাম।

কিন্তু সব ভাবনা কি সত্যি হয়,

একদিন কাছে এসে ও কাছের মানুষ হারিয়ে যায়।

আবার এই আমি সেই আমি হয়ে যাই।

অসহায়,নিঃসঙ্গ,বিপন্ন।

লক্ষ্যবিহীন শুরু হয় আবার পথচলা।

যে যায় সেকি ফিরে আসে।

আসে না।

আসবে না একম ও তো বলা যায় না।

আসতে ও তো পারে।

এটি যুক্তির কথা।

বাস্তবতা এই–

তার সন্ধান আর মেলেনি।

ফিরে আসবে একথা ভেবে কল্পনায় সুখ

পাওয়া ও যেতে পারে।

বাস্তবে নয়।

তখন বুঝতে পারি, বেশ বুঝতে পারি

সে আর ফিরবে না…

অনন্তকাল প্রতীক্ষার নামই বুঝি ভালবাসা ।।

visit: http://www.prothom-aloblog.com/blog/sfk808

বিষয়: সাহিত্য

১০৮৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217963
০৬ মে ২০১৪ রাত ০১:১৮
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ
217964
০৬ মে ২০১৪ রাত ০১:১৮
গেরিলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
217980
০৬ মে ২০১৪ রাত ০৪:২৫
জবলুল হক লিখেছেন : ভালো লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File