মেয়েদের কিছু স্বহজাত আচরণ
লিখেছেন লিখেছেন ওয়ালী আহমাদ ২১ জুলাই, ২০১৩, ১১:২৯:৩৮ রাত
১। মেয়েদেরকে কখনও প্রশ্ন করতে হয় না।
২। যাত্রাপথে অচেনা সুন্দরী মেয়েদের সাথে কথা বলতে হয় না।
৩। কোন মেয়েকে হাসাতে পারলে অনেক দূর যাওয়া যায়।
৪। মেয়েরা যখন ভালোবাসার কথা বলে তখন তারা হিন্দি ভাষায় কথা বলে। যখন ব্রেক আপ করে তখন ইংরেজিতে কথা বলে।
৫। কোন মেয়ে যদি কাউকে ভালোবাসে তবে, তার জন্য সে সব কিছু করতে পারে।
৬। অতি চালাক মেয়েদের কপাল খুব খারাপ।
৭। তারা নিজেদের খুব বুদ্ধিমান ভাবে।কিন্তু আসলেই তারা অনেক বোকা।
৮।যদি কোন মেয়ে কারো চেয়ে বেশি জানে এবং তাকে যদি সম্মান করে, তবে তাকে সারা জীবন সম্মান করে।
৯। কোন মেয়ে যদি কোন ছেলেকে বলে I Hate You তাহলে মেয়েটি ছেলেটিকে অনেক ভালোবাসে।
১০। মেয়েরা ছেলেদের চেয়ে শিক্ষকদের কথা বেশি শোনে এবং তাদের সম্মান করে।
১২। যেসব মেয়ের জিওগ্রাফী ভালো, তাদের হিস্টোরী খারাপ হয়। আর যাদের হিস্টোরী ভালো, তাদের জিওগ্রাফী ভালো হয়না।
১৩। লজ্জা আজকাল নারীদের ফ্যাশন, পুরুষদের ভূষণ।
১৪। শান্তি এবং অশান্তি-দুটোই নির্ভর করে মেয়েদের উপর।
১৫। ক্ষমা করার অবিশ্বাস্য ক্ষমতা মেয়েদের জন্মগত গুণ।
১৬। যৌথমূলধনী কারবারে এরা বিশ্বাস করলেও, অংশীদারী কারবারে এদের কোনো আস্থা নেই!!(সস্বামীর বেলা)
১৭। যুদ্ধের মাঠেও তারা সৌন্দর্য চর্চায় বিশ্বাস করে।
১৮। পুরুষের কান্না নারীকে মোমে পরিনত করে আগুন ছাড়াই।
১৯। নারীর প্রানবন্ত হাসি- সুখী সংসারের প্রতীক।
২০।-----...........................................
বিষয়: বিবিধ
১৭১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন