শেখ হাসিনার হুক্কা হুয়া সুনামী....!!!
লিখেছেন লিখেছেন চিন্তিত মন ০৪ আগস্ট, ২০১৩, ০৪:৩১:৫৩ রাত
বাংলাদেশের আর দশটা গ্রামের মতই শান্ত সৌম্য একটা গ্রাম। বিজলী বাতির বাস্তবতা তখনও আরব্য উপন্যাসের হাজার রজনীর কাহিনীর মত।যোগাযোগ বলতে আঁকাবাঁকা কিছু মেঠো পথ। গঞ্জের বাজার হতে মাইল দুয়েক হাঁটলে দেখা পাওয়া যায় সাপের মত লম্বা গ্রামটা। অনেক কিছুর অভাব ছিল সে গ্রামে, কিন্তু একটা জিনিসেরঅভাব কখনই অনুভব করিনি পরবর্তী নয় মাস, আন্তরিকতা। সেখানেই প্রথম পরিচয় শেয়াল চরিত্রের সাথে। সন্ধ্যা নামতে দেরী হয় কিন্ত গ্রামের মানুষগুলো বিছানায় যেতে দেরী হয়না। কেরোসিন বাঁচাতেই নাকি এ ব্যবস্থা। গ্রাম্য জীবন নির্জীব হওয়ার সাথেই শুরু হয় ওদের রাজত্ব। শুরুটা দক্ষিন বিলের গোরস্তান হতে।প্রথম হুক্কা হুয়াটা আসে এককভাবে। দ্বিতীয়টায় যোগ দেয় আরও দুয়েকটা, কেবল তারপর শুরু হয় আল-আউট হুক্কা হুয়া সিম্ফনি। চাইকোভস্কী, বেতহোভেন, মজার্ত, সেস্তাকোভিচ... রাত যত বাড়তে থাকে গোটা গ্রাম জুড়ে চলতে থাকে শেয়াল সিম্ফনির মোহনীয় রাজত্ব।
১) হিউম্যান হুক্কা হুয়াঃ
হিউম্যান হুক্কা হুয়ার প্রাথমিক ধারণা পেতে আমাদের বোধহয় ফিরে যেতে হবে ভারতীয় ফিল্ম মেকার বিখ্যাত সত্যজিত বাবুর দুয়ারে। এক হীরক রাজা ও তার হুক্কা হুয়া রাজ্য শাসনের যে রূপক চিত্র আমাদের উপহার দিয়েছিলেন যুগ যুগ ধরে তা ছিল অতুলনীয়, অবিস্মরনীয়। এমন একটা মহান শিল্পকর্ম তৈরীর পেছনে শিল্পীর প্রেরণা কি এবং কারা ছিল তাবোধহয় আমাদের কোনোদিনই জানা হবেনা।হতে পারে সমাজতান্ত্রিক দুনিয়ার রবোটিক শাসন, কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির অকল্পনীয় উন্নতির যুগে বায়োস্কোপের হীরক রাজ্য বাস্তবে রূপ নেবে এমনটা বোধহয় খোদ শিল্পীও কল্পনা করেননি। চাইলে আধুনিক বাংলাদেশের রূপকার হিসাবে সত্যজিত বাবুর নামও বিবেচনায় আনা যেতে পারে। একটা জাতির মূল উদ্দেশ্যই যদি হয় স্বপ্ন বাস্তবায়ন তাহলে বিশ্লেষণ করলে দেখা যাবে সত্যজিৎ বাবু শুধু স্বপ্ন দেখেই ক্ষান্ত থাকেননি বরং স্বপ্নের একটা আকার দিতে সমর্থ হয়েছিলেন। হিউম্যান হুক্কা হুয়া এখন শুধু রূপালী পর্দার মিথ নয়, এ বাস্তবতা।
হীরক রাজ্যও এখন আর কল্পলোকের গল্প নয়, উজির নাজির কোতোয়াল সহ ফাংশনাল একটা সোসাইটি।
বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রধান মন্ত্রির কথা শুনলে শেয়ালের হুক্ষা হুয়া সুনামীর কথা মনে পরে যায়।
"এইচ এস সি রেসাল্ট ফ্লপের কারন নাকি বিরোধি দল"।
নিজের অক্ষমতা কে আড়াল করতে কথায় কথায় বিরোধী দল কে দায়ী করা এবং তাদের টুটি চেপে ধরা যে আপনার অতীত বৈশিট্য।এই সব বাকের ভাই এবং আলিফ লায়লা টাইপের ভন্ডামী দেখতে দেখতে আমার মতো ছাগলের তিন নাম্বার বাচ্চার বিভিন্ন ক্যাটাগরির লোম পর্যন্ত পেকে গেছে। জনগনের টাকা আর ফাঁকা বুলি দিয়ে নিজদের অযোগ্যতা, অপদার্থতা আর চুরি চামারিতে কালো রং লাগানোর নাম দেশ শাসন নয়, এ স্রেফজাতির সাথে উলঙ্গ প্রতারণা।
বিষয়: বিবিধ
২৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন