এক দুঃখিনী মায়ের চিঠি......!!!

লিখেছেন লিখেছেন চিন্তিত মন ৩০ জুলাই, ২০১৩, ০৩:৪৮:০৯ রাত

আদরের বাপধন,

অশেষ স্নেহ লইও। আশাকরি বন্ধু-বান্ধব লইয়া বিদেশ বিভূঁইয়ে সহিসালামতে দিনপাত করিতেছ। তোমার বাবার নিষেধ সত্ত্বেও লিখিতে বাধ্যহইতেছি বিশেষ একটা কারণে। চিন্তিত হইওনা তোমার কাছে অর্থ-কড়ি চাহিব না। একজন মার কাছে সন্তানের ভাল-মন্দের তাগাদা চিরন্তর, ইহা হইতেই এই পত্র। নিজে যেদিন পিতা হইবে সেদিন বুঝিতে পারিবে আমাদের উৎকণ্ঠার কারণ। আজকের পত্রিকায় তোমার একটা খবর দেখিয়া যারপর নাই পুলকিত হইয়াছিলাম। কিন্তু ভেতরের কাহিনী পড়িয়া ততটাই হতাশ হইলাম। বাবা, তুমি কি হাজার মাইল দুরে গিয়া তাহাই করিতেছে যাহা হইতে ফিরাইবার জন্যে তোমার বাবা চল্লিশ বছরের সাধনার ফসল বসতবাড়ি পর্যন্ত বিক্রিকরিতে বাধ্য হইয়াছিল? আবারও সেই মারামারি? আবারও সেই রাজনীতি? গঞ্জের মারামারি নিউইয়র্কে রফতানি করিবার জন্যেই কি আমরা তোমাকে প্যারিস পাঠাইয়াছিলাম? তোমাকে বিদেশ পাঠাইতে গিয়া আজ আমরা নিঃস্ব। তোমার স্কুল শিক্ষক বাবা এখন বর্গা চাষি। তোমার ছোট বোনের বিবাহ ভাঙ্গিয়াছিল তোমারই কারণে। সে দুঃখে বেচারী গলায় গামছা দিয়া পৃথিবীর মায়া ত্যাগ করিয়াছে।আমরা সেই দুঃখ ভুলিতে চেষ্টা করিয়াছি তোমার ভবিষত্যের দিকে তাকাইয়া। আশাছিল তুমি মানুষ হইবে, আমাদের মুখউজ্জল করিবে, সংসারে স্বচ্ছলতা আসিবে। কিন্তু ভাবিলাম কি আর হইল কি!

বাবা, তুমি রাজনীতি লইয়া সতীর্থদের সহিত নিউইয়র্কে মারামারিকরিয়াছ,এই খবর পত্রিকায় আসিয়াছে। একজন সৎ স্কুল শিক্ষক পরিবারের জন্যে ইহার চাইতে লজ্জাস্কর আর কিছু হইতে পারেনা। প্রিয় নেত্রীর চেতনা সমুন্নত রাখিতে নিজের জীবন বিলাইয়াদেওয়ারও নাকি প্রতিজ্ঞা করিয়াছ। বাবা, আমরা তোমার মাতা-পিতা, আমাদেরও একটা স্বপ্ন ছিল, ছিল চেতনা। এই চেতনা সন্তানের দায়িত্ব পালনের চেতনা, স্বপ্ন পূরণের উচ্চাশা। কোথায় গেল এইসব? তুমি এমন একজনের চেতনার জন্যে জীবন বাজি রাখিতেছে যাহার সন্তানাদি তোমার সাহায্য ছাড়াই সহিসালামতে আমেরিকার বিভিন্ন শহরে মা-বাবার স্বপ্ন পূরণ করিতেছে। তাহারা পারিলে তুমি কেন পারিবে না?

বাবা, দেশ লইয়া রাজনীতি করিবার আগে নিজ পরিবার লইয়া রাজনীতি করিতে শেখ। কয়েকটা পরিবার মিলিয়াই তৈয়ার হয় একটা সমাজ, আর এ সমাজের জন্যেই সামষ্টিক রাজনীতি।ঘোড়া ডিঙ্গাইয়া ঘাস খাইতে দূরের দেশ নিউইয়র্কে যাইবার প্রয়োজন ছিলনা, বাংলাদেশই উহার উত্তম জায়গা। তোমার মত ঘোড়ার সংখ্যা এখন এই দেশের ঘরে ঘরে।

রাগের মাথায় কি বলিতে কি বলিয়া ফেলিলাম উহাতে কষ্ট নিও না।

মমতাময়ী মা

তথ্যসূত্রঃজয়েরজন্মদিনের কেক কাটা নিয়ে নিউইয়র্কে যুবলীগের দুই গ্রুুপে মারামারি

বিষয়: বিবিধ

১৮৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File