লালিত সপ্ন.....!!!!
লিখেছেন লিখেছেন চিন্তিত মন ২৯ জুলাই, ২০১৩, ০১:১৪:৫৯ দুপুর
এ দেশের মানুষ ভুল করেনা। ৬৯’এ করেনি, ’৭১’এ করেনি, ২০১৩ সালেও করবেনা। প্রধানমন্ত্রীর গলাবাজি, চাপাবাজি ও মিথ্যার বেশাতি বিকলাঙ্গ দলদাসদের বিমোহিত করলেও সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারেনি। শেখ রেহানা, শেখ জয় ও শেখ পুতুলদের সম্পদ আহরনের মধুচন্দ্রিমায় ভাটা লাগতে বাধ্য, যেমনটা লেগেছিল তারেক-ককো ও মামুন গংদের। এ ভাটায় খালেদা জিয়ার হাত লাগবেনা, হেফাজতের প্রয়োজন পরবেনা, এক জনগণই যথেষ্ট। সরকার প্রধানের হয়ত জানা নেই দেশের সবাই বঙ্গবন্ধু নেশায় নেশাগ্রস্ত নয় যে ঘুম পরানী মাসি পিসি গান গেয়ে আজীবন তাদের গুম করা যাবে, খুন করা যাবে, ঘর হতে মা-বোনদের উঠিয়ে এনে ধর্ষন করা যাবে, টেন্ডার বাক্স লুট করা যাবে, পদ্মাসেতু, হলমার্ক, বিসমিল্লাহ, ডেসটিনির নামে দেশকে পতিতা বানানো যাবে। অস্ত্রের মুখে লিমনকে পঙ্গু বানানো গেলেও তার মগজ পঙ্গু করা যায়নি। এই লিমনরাই যখন চারদিক ঘেরা ভোট কেন্দ্রে যাবে ব্যালটের মাধ্যমে হাল্কা করবে নিজেদের জমানো ঘৃণা।
পাকিস্তানী সামরিক স্বৈরশাসক ও তাদের দোসর ২২ পরিবারের শাসন, শোষন, নির্যাতন, নিপীড়ন হতে মুক্তি পাওয়ার জন্য এ দেশের মানুষ অস্ত্র হাতে নিয়েছিল, যুদ্ধ করেছিল, শহীদ হয়েছিল। ২২ পরিবারের খপ্পর হতে বেরিয়ে দুই পরিবারের অশিক্ষিত, কুশিক্ষিত, চোর, বাটপার ও ডাকাতদের হাতে বছরের পর বছর ধরে নিগৃহীত হবো এবং বিনিময়ে ভোট নামের যাদুর কাঠিতে তাদের মসনদ পাঁকা করে দেব, এমন স্বপ্ন আজীবনের স্বপ্ন হতে পারেনা। অন্তত ইতিহাস তাই বলে। সময় আসবে যেদিন জনরোষের দাবানলে পুড়ে ছাড়খার হবে প্রধানমন্ত্রীর কাচের ঘর। আমরা যারা বন্দুক ও পেশি শক্তির কাছে জিম্মি হয়ে শাকসবজিতেপরিনত হয়েছি সেদিন হাসবো, থুথু ফেলবো। সুরঞ্জিত ও আবুল চোরা ও পর্দার অন্তরালের থাকা তাদের প্রভুদের যেদিন ডান্ডাবেড়ি পরিয়ে জন প্রদর্শনীর আয়োজন করা হবে আমরা দেখেও না দেখার ভান করবো। দুই কুকুরের কামড়া কামড়ি ভেবে গা বাঁচিয়ে চলবো।
বিষয়: রাজনীতি
১৭০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন