বাংলাদেশের নোংরা রাজনীতির কুন্তা কিন্তে..!!

লিখেছেন লিখেছেন চিন্তিত মন ২৮ জুলাই, ২০১৩, ০১:৪৭:৫৮ রাত

বাস্তবতা হল, চাই বা না চাই, পৃথিবীটা দুই গোলার্ধে বিভক্ত এবং এটাই এর অন্যতম অলংকার। শীতের পিঠে গ্রীষ্ম, দিনের পিঠে রাত, আলোর পিঠে অন্ধকার, এভাবেই আবর্তিত হচ্ছে মা বসুমতির জীবন। পৃথিবীটা ঘুরছে, সাথে ঘুরছি আমরাও। ঈশ্বরের নির্ধারিত কক্ষপথে আমাদের সাথে আমাদের এত সাধের রাজনীতি ঘুরবে এটাই বোধহয় স্বাভাবিক। অবশ্যই ঘুরছে। রাজপথ হতে সিংহাসন, সিংহাসন হতে রাজপথ, মা বসুমতির কায়দায় চক্করদিচ্ছে ক্ষমতার কক্ষপথও। এমনটাই বোধহয় ঈশ্বরের লিখন। না হলে মাহমুদুর রহমান নামের এমন জাঁদরেল আদম কে কেন জেলখানায় থাকতে হবে?

আল্লাহ নিশ্চয় সব দেখেন। কারণ এটাই যে উনার কাজ। টেপ রেকর্ডারের মত আল্লাহর ডকুমেন্ট গুলো যদি রিওয়াইন্ড করা যায় আমরা নিশ্চয় স্বাক্ষী হব একই আদালতে অন্য এক আমলার বক্তব্য। পার্থক্য শুধু সময় এবং গদির। আসুন মহিউদ্দিন খান আলমাগীরের মুখেই শুনা যাক উনার নিজের ভাষ্যঃ

‘দিন গেল। রাত এল। থানা হাজতে আমি একা। হঠাৎ ঝনাৎ করে তালা খোলার শব্দে সচেতন হয়ে দাঁড়ালাম। তিনজন কালো মুখোশ পরা লোক আমার সামনে দাঁড়িয়ে। জানতে চাইলাম তারা কে, কারা তাদেরকে পাঠিয়েছে আর আমাকে দিয়ে কি করতে চান তারা। বলল, নামের দরকার নেই, স্বরাষ্ট্রমন্ত্রীরও উপরের হুকুমে তারা এসেছে। আমাকে ছেড়ে দেয়া হবে ৩ শর্তে; বিএনপিতে যোগ দিতে হবে, বলতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে আর বিদেশ হতে ম্যাডামের জন্যে পিএইচডি ডিগ্রী এনে দিতে হবে। ...... উত্তর শুনে তারা খেপা কুকুরের মত চীৎকার করে উঠল। অশ্রাব্য গালি দিয়ে লোকটি এগিয়ে এল এবং মুখে সজোরে ঘুসি মারল। কিল-ঘুষিমুখে, পাঁজরের দুপাশে, বুকে, পিঠে ও ঘাড়ে মারতে লাগল। ... তাদের লাথি পরল আমার তলপেটে, হাঁটুতে আর গোড়ালিতে। আমি বাধা দিলাম। একজন কালো ব্যাগ হতে প্লাস্টিকের বোতল বের করে আমার পায়ুপথে ঢুকাতে চাইল।‘

আমাদের রাজনীতি এ জন্যেই অনন্য, এ জন্যেই মহান কারণ এতে আছে পরিবর্তনের ছন্দ, আছে ঈশ্বরের আঁকা কক্ষপথে আনাগোনা। এ পথেই রাজা হয় ফকির আর ফকির হয় রাজা। যখন সময় ছিল মাহমুদুর রহমান ছিলেন গোলার্ধের রাজা। ছিল আদেশ দেয়ার ক্ষমতা। ছিল কারও পায়ুপথে বোতল ঢুকানোর মনমানসিকতা। ঈশ্বর হয়ত সৃষ্টির সেরাদের নিয়ে খেলতে অন্যরকম আনন্দ পান। তা না হলে এই মাহমুদুর রহমানকেকেনই বা আবার জেল-হাজতে পাঠাবেন! সবই তার ইচ্ছা।

’ইটটি মারলে পাটকেলটি খেতে হয়’। এতবড় সাংবাদিক কাম বিজ্ঞ লোকের এমনটা তো জানার কথা ছিল। জানা না থাকলে আশাকরি ইতিমধ্যে জেনে গেছেন।একটা হাফ-সভ্য, হাফ-গণতান্ত্রিক দেশেও রাজনীতিবিদ্‌দের ভাগ্য এভাবে বিবর্তিত হওয়ার কথা নয়। আমাদের দেশে তা হয়। এবং এমনটা একেবারেই অপ্রত্যাশিত নয়।

রিমান্ডের যাঁতাকলে দলিত মথিত মাহমুদুর রহমান নিশ্চয় চোয়াল শক্ত করে ভাবতে থাকেন সামনের দিন গুলোর কথা। ভাবেন প্রতিশোধের কথা। মহিউদ্দিন আর মাহমুদ রহমানের দল আমাদের যাই বুঝান না কেন, আসলে এসব রাজনীতি নয়, গনতন্ত্র নয়, দেশ নামের একটা মরা গরুর ভাগাভাগি নিয়ে দুই শকুনের কামড়া কামড়ি মাত্র। এখানে টিকে থাকবে তারা, যাদের থাবার জোড় যত বেশি। টিকে থাকবে তারা, যারা অন্যের পাছায় প্লাস্টিক বোতলের বদলে কাচের বোতল ঢুকানোর ক্ষমতা রাখবে।

ইংরেজিতে একটা কথা আছে, সার্ভাইভাল অব দ্যা ফিটেস্ট। জনগণের নামে, রাজনীতির নামে, গণতন্ত্রের নামে দুই দল লুটেরা নিজেদের ভেতর কামড়া কামড়ি করছে অস্বিত্ব টিকিয়ে রাখার জন্যে। এ লড়াইয়ে মাহমুদুরের দল এখন কোণঠাসা। সময় তাদেরও ছিল এবং তারাও ভোগ করেছে ক্ষমতার মৃতসঞ্জীবনী সূরা। গ্যাঁড়াকলে আটকা পড়ে গণতন্ত্রের জন্যে মায়াকান্না সৈয়দ ওয়ালিউল্লাহর ’লাল সালু’ উপন্যাসের মজিদ মিয়ার কান্নার মতই শোনাবে, তা যত মিহি সুরেই হোক। এ দেশের একটা দুধের বাচ্চারও বুঝা হয়ে গেছে দুনিয়ার কোন শক্তিই মাহমুদ বয়াতিকেবেশিদিন জেলে রাখতে পারবে না। ঠিকই একদিন বেরিয়ে আসবে, এবং লালসার লালগালিচা পেরিয়ে পৌঁছে যাবে ক্ষমতার খুব কাছে। আমাদের সমাজে গণতন্ত্রের লালসালু নিয়ে মজিদ মিয়াদের কান্না চলে পালাক্রমে। কখনো তা মুক্তিযুদ্ধের নামে, কখনো ইসলামের নামে কখনো আবার পিতা অথবা ঘোষকের নামে।

বিষয়: রাজনীতি

১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File