ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে আর কত দিন?
লিখেছেন লিখেছেন চিন্তিত মন ২১ জুলাই, ২০১৩, ০৮:১৮:৫৪ রাত
আজরাইল তুই এত কাছে ছিলি? গুলি করে হত্যার পর পুলিশের উক্তি। “পুলিশ শাহীনের জামার কলার ধরে টেনে ঘরের বাইরে আনতে চাচ্ছে আর শাহীন যাচ্ছিল পেছনের দিকে। তিনজন পুলিশ তার দিকে বন্দুক তাক করে আছে। শাহীনছিল অনেক উঁচু লম্বা ও শক্তসমর্থ পুরুষ। পুলিশ তাকে টেনে ঘর থেকে বাইরে আনতে পারছিল না। কলার ধরে টানার ফলে শাহীন সামনের দিকে ঝুঁকে পড়ে। এ সময় দরজার পাশে দাঁড়ানো দারোগা তিনবার বলে, ‘গুলি কর’। তখন বন্দুক তাক করে থাকা একজন পুলিশ গুলি করে। শাহীন মাটিতে লুটিয়ে পড়ে। উপুড় হয়ে মাথাটা ডানে-বামে ঘোরাতে চেষ্টা করে শাহীন। রক্ত গড়িয়ে দরজা পর্যন্ত চলে আসে। এর কিছুক্ষণ পর শাহীনের একটি পা একবার ঝাঁকি দিয়ে উঠল। পরে আর তিনি নড়াচড়াকরেনি। নিস্তব্ধ হয়ে গেল সব কিছু। এরপর শাহীনের নিথর দেহের দিকে তাকিয়ে একজন পুলিশ বলে, ‘আজরাইল, তুই এত কাছে ছিলি’?” উল্লেখ থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহিন ছিল একই বিশ্ববিদ্যালয়ে নিহতছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলারআসামী। পুলিশ কর্তৃক এভাবে শাহীনকেগুলি করে হত্যার দৃশ্য বর্ণনা করে শাহীনের দূর সম্পর্কীয় চাচা আজহারুল হক বলেন, “আমি যেন কেমন একটাঘোরের মধ্যে পড়ে যাই এ ঘটনা দেখার পর। আমি বুঝে উঠতে পারছিলাম না কী হচ্ছে এসব। শাহীনকে মারার পর দেখলাম একজন পুলিশ (এসআই ইয়ামিন) গেটের কাছে গিয়ে ফোনে বলতে লাগল, ‘স্যার একটা বোমা ফুটছে। একটি লাশ পাওয়া গেছে। আত্মহত্যা করেছে মনে হয়।’
১৯৫২ হতে ২০১৩ কতটা স্বাধীন ও স্বাবলম্বী আমরা? কেবল ভৌলগিক স্বাধীনতা একটা জাতির স্বাধীনতা ও স্বাবলম্বীতা নিশ্চিত করার জন্যে যথেষ্ট নয়। ৫২'র পাকিদেরসাথে আজকের পাকিদের তফাৎ শুধু ভাষায়। কাজে কর্মে ও উদ্দেশ্যে ওরা যে একই মানুষ উপরের খবরগুলো তাই প্রমান করে। ৫২'তে ওরা হত্যা করেছিলহাতে গোনা ক'জনকে, আজকের 'পাকিরা' হত্যা করছে প্রতিদিন।
বিষয়: বিবিধ
১৪৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন