শিরোনামহীন

লিখেছেন লিখেছেন শাহরিয়ার রাহাত ২৪ জুলাই, ২০১৩, ০৯:০৯:০৮ রাত

রহিম সাহেব(ছদ্দনাম) একজন হতদরিদ্র মুক্তিযোদ্ধা।একটা ভাঁড়ায় চালানো রিকশা আর একটা ছোট কুঁড়েঘরই ৬ জনের পরিবারটির সম্পত্তি...

আজ রহিম সাহেবের শরীর ভাল নেই তবুও জীবিকার টানে বের হলেন বাসা থেকে...

সময় দুপুর ১ টা...

এলাকার উঠতি এক মাস্তান জন সাহেবের রিকশায় উঠে বড় এক নেতার বাসার সামনে নামলো......

ভাঁড়া চাইতেই...

মাস্তানঃ ভাই রে চিনস না নাকি...

রহিম সাহেবঃবাবা,১০ টা টাকা ভারা দাও অনেক কষ্টে সংসার চালাই...

....................................

শুধু একটি চড় মারার শব্দ শোনা গেল......

রহিম সাহেবের চোখ আজ পানিতে টলমল করছে...

এই কান্না মান-অভিমানের কান্না,ক্ষোভ-কষ্টের কান্না...

গলির চায়ের দোকানের সামনে বসে উদাস মনে রহিম সাহেব ভাবছেন এই ভবিষ্যতের জন্য কি দেশের জন্য জান বাজি রেখে যুদ্ধ করেছেন...আজ তার চোখে আজ ভাসছে দেশের জন্য প্রান দেয়া সেই শহীদ বন্ধুদের রক্তাক্ত লাশের সেই ছবি।

সবকিছুই আজ বৃথা মনে হচ্ছে রহিম সাহেবের কাছে...

এই দেশে আজ নেই অনেক মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান...নেই জীবনের নিরাপত্তা...নেই আর্থিক সচ্ছলতা...

রহিম সাহেব ভাবছেন মুক্তিযোদ্ধা হয়েও আজ পেলেন না মুক্তিযোদ্ধা সনদ...মেধাবী বড় ছেলেটিকে অর্থের অভাবে পড়াতে পারলেন না...ছোট ছেলেটিকে আজ টাকার অভাবে বই বেঁচে

দিয়েছে...

রহিম সাহেব টলমলে দৃষ্টি দিয়ে দেখছেন মেঘলা আকাশকে ........আকাশটাও মনে হয় আজ কাঁদছে তার দুঃখ দেখে....................

বিষয়: বিবিধ

১১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File