সমসাময়িক প্রেক্ষাপট

লিখেছেন লিখেছেন শাহরিয়ার রাহাত ২১ জুলাই, ২০১৩, ০৫:৫৫:০৬ বিকাল

বাসে করে যাচ্ছিলাম

পেছনের সিটে বসা ২ জন লোক সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলাপ করছে।আলাপের এক পর্যায়ে.................

‪#‎দৃশ্যপট_১‬:-

১ম জনঃ এদেশের মানুষ ২ টা দল বাদে কি আর কোন দল চোখে দেখে না।এই দুইটা দল দেশটারে একদম শেষ কইরা দিলো।

২য় জনঃ দিবো কারে।বাকি সব দলই তো এই দুই দলের পা চাটে...

১ম জনঃ অনেক ভালো ভালো নেতা আছে এদেশে তারা ক্ষমতায় আসলে কতোই না ভাল হতো।

২য় জনঃ আসলেই

*এই দেশে অনেক সৎ মেধাবী রাজনীতিবিদ আছে যারা সত্যিকার অর্থেই দেশের কল্যাণ চায় কিন্তু এদের কাছে নেই ভুরি ভুরি নির্বাচনী প্রচারণার অর্থসম্পদ + আমরা ভোটের আগে দেশপ্রেম বলে চিল্লাই কিন্তু ভোট দেই সেই দুর্নীতিবাজদের, যার কারনে এসব মহৎ মনের রাজনীতিবিদদের মহৎ উদ্দেশ্যগুলো আমাদের চোখে পড়ে না এবং আমরাও যোগ্য নেতৃত্ব থেকে বঞ্চিত হই......

‪#‎দৃশ্যপট_২‬:

১ম জনঃ সরকারি ভার্সিটিগুলাতে আজকাল পড়ালেখা চাঙ্গে উঠসে......

২য় জনঃ সরকারি ভার্সিটিগুলাতে আজকাল রাজনীতির জ্বালায় পোলাপান পড়তে পারে নাকি,জোর করে রাজনীতিতে ঢুকতে বাধ্য করে।

১ম জনঃএখন আর আমাদের সেই দিন আসে নাকি

২য় জনঃসেই দিনকি আর ফিরে আসবো।

*একসময় এদেশে ছিলো না কোন প্রাইভেট ভার্সিটি।ছিলো না এখনকার মতো নষ্ট ছাত্ররাজনীতি।তখন মানুষ আস্থা রাখতো দেশের ছাত্রসমাজের উপর।আজ নেই সেই আস্থা। আজ মেধাবী ছাত্ররা বের হচ্ছে সন্ত্রাসী খেতাব নিয়ে।তাই আজকাল মানুষ সরকারি ভার্সিটির নাম শুনলেই ছাত্ররাজনীতির দোহাই দেখিয়ে অবহেলার খাতায় ফেলে দেয় অথচ সরকারি ভার্সিটি ছাড়া একসময় পড়ার কথা কল্পনা করা যেতো না।এর একমাত্র কারন আমাদের নষ্ট রাজনীতিক সিস্টেম।

# তাই এখনই সময় আমাদের দেশের উন্নয়নের স্বার্থে,শীর্ষইস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর সম্মান আবার ফিরিয়ে আনতে যোগ্য নেতৃত্ব খুজে বের করা #

বিষয়: বিবিধ

৯৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File