টকশো সমাচার-০১

লিখেছেন লিখেছেন প্রতিবেশী ফারুক ২১ জুলাই, ২০১৩, ১২:৪৭:৫১ রাত



টিভি টকশো গুলোতে এখন সাবেক ছাত্রনেতা দুদু ভাইকে দেখা যায় না। কারণও পরিষ্কার- তাঁর একটা কথা আমার নিয়মিত মনেপড়ে। 'বউ তালাক হলেও সরকার সেখানে যুদ্ধাপরাধের বিচার বানচালের ষড়যন্ত্র খুঁজে'।

বিএনপির যেসব নেতা টকশোতে যুক্তিগ্রাহ্য কথা দিয়ে কম্বল চোরদের সুযোগ্য উত্তোরসূরী পদ্মা খাদক, শেয়ার বাজার খাদকদের কুপোকাত করে পারে তাদেরকে টকশোতে তেমন আনা হয় না।

বিএনপিকী এইসব একচোখা মিডিয়ার উপর এখনো ভরসা রাখছে? যারা ৪২ বছরের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানকে খুনী হিসেবে প্রচারে ব্যস্ত থাকে।

এদিকে হেফাজতের কথাতো বলারও অপেক্ষা রাখেনা। মুফতি শাখাওয়াতরা কমিউনিজমের আধ্যাত্বিক গুরুদেরকে যেভাবে নাকানি-চুবানি খাইয়েছে তাতে যদি তাদের জন্মের পর মাথার পাশে তাদের অভিভাবকগণ লজ্জবতি পাতা রাখতেন; তবে তারা টিভি ক্যামেরার সামনে মুখ দেখাতেন না।

জামায়াতীদের কথা কী বলব? আওয়ামীলীগের টকশো ক্যাপ্টেন গোলাম মাওলা রনি এমপি হামিদুর রহমান এমপি'র কাছে তৃতীয় মাত্রায় একবার ল্যাংটা হয়েছেন। আর জামায়াতিদের কেউতো টকশো আসার সুযোগ পায় না। তারপরও তাদের উকিল তাজুল ইসলাম একদিন চ্যানেল ৭১'এ একাই ৭জনকে নাজেহাল করেছেন, মুরগী কবির অন্যতম।

গতরাতে রাণা দাশ গুপ্তও। হায়রে লজ্জা!! এরা মুখ কীভাবে দেখায়।

ট্রাইবুনাল চলে আমাদের টাকায়। প্রসিকিউশনের এই অপদার্থগুলো যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কোন প্রমাণ হাজির না করে শুধু সরকারের আনুকূল্যে বসে বসে বেতন ভাতা নিচ্ছে। এই টাকার হিসেবও নিতে হবে।

বিষয়: বিবিধ

১১৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File