কিছু অজানা তথ্য , আসুন জানার চেষ্টা করি ।

লিখেছেন লিখেছেন অজানা নগরীর ফারুক শাহ্ ০৩ আগস্ট, ২০১৩, ০৯:৩৬:২১ রাত

মৃত্যু সম্পর্কে কিছু রহস্যময় তথ্যঃ

► একটি মৃতদেহ মাটির তুলনায় পানিতে চার

গুন বেশি তাড়াতাড়ি পচে।

► মৃত্যু কার্যকর করার ইলেকট্রিকচেয়ারের

আবিষ্কারক একজন দন্তচিকিৎসক।

► যুক্তরাষ্ট্রে বিষপান হচ্ছে ৪র্থ বৃহত্তম

কারণ, যাতে শিশুরা বেশি মারা যায়।

► একজন মানুষের শিরচ্ছেদ হওয়ার১৫

থেকে ২০ সেকেন্ড পর্যন্ত

মস্তিষ্কে চেতনা থাকে।

► একজন মানুষ যখন মারা যায় তখন

শ্রবণেন্দ্রিয় সবশেষে নিষ্ক্রিয় হয়।

সর্বপ্রথম নিষ্ক্রিয় হয় দৃষ্টিশক্তি। এর পর

নিষ্ক্রিয় হয় যথাক্রমে স্বাদ, গন্ধ ও

স্পর্শেন্দ্রিয়।

☞ আমেরিকায় মহিলাদের চেয়ে পুরুষরা বেশি ধর্ষিত হয়।

☞ ইউরোপে এক জরিপে পাওয়া গেছে, প্রতি চারজন মহিলার মধ্যে একজন বলেছেন, দেখতে যেমনই হোক না কেন, টাকা থাকলে যে কোনো পুরুষকেই আকর্ষণীয় মনে হয়।

☞ গবেষণায় দেখা গেছে, সুন্দরী নারীর উপস্থিতি পুরুষদের বোকার মতো আচরণ করতে প্রভাবিত করে।

☞ গড়ে একজন মহিলা বছরে ৩০ থেকে ৬৪ বার কাঁদে। পুরুষরা কাঁদে মাত্র ছয় বার।

☞ যারা নকল হাসি হাসে তাদের ইংরেজিতে এক্সিডেনটেসিয়াস ­্ত বলে ডাকা হয়।

☞ পৃথিবীতে বহু দ্বীপ আছে যেগুলো সাধারণ মানুষ চাইলেই কিনতে পারেন। তবে সবচেয়ে সস্তা দ্বীপটির দাম পড়বে ২৪ লাখ টাকা।

☞ গরম পানি ঠাণ্ডা পানির চেয়ে দ্রুত বরফে পরিণত হয়। পানির এই আচরণের কারণ এখনও বিজ্ঞানীরা উদ্ভাবন করতে পারেননি।

☞ যারা দেরি করে ঘুমায় তারা যারাতাড়াতাড়ি ঘুমায় এবং তাড়াতাড়ি জেগে ওঠে তাদের চেয়ে বেশি বুদ্ধিমান। আমেরিকান গবেষণায় প্রাপ্ত ফল।

☞ মহিলারা দিনে গড়ে ৭ হাজার শব্দবলে, যেখানে পুরুষরা বলে মাত্র ২হাজার শব্দ।

☞ জার্মানিতে ঐতিহ্যগতভাবে নববধূকে তার আত্মীয়রা কিডন্যাপ করে লুকিয়ে রাখে। জামাইকে বউ খুঁজে বের করে তার ভালোবাসার প্রমাণ দিতে হয়।

☞ জরিপে দেখা গেছে, যদি একই সময়ে 'পিজা হোম ডেলিভারি' এবং অ্যাম্বুলেন্সকে ­ ফোন করা হয়, তাহলে পাঁচবারে কমপক্ষে দু'বার পিজা আগে আসে।

☞ ২০১১ সালে আমেরিকায় হেলমেট পরার বাধ্যবাধকতা সংক্রান্ত আইনের প্রতিবাদ জানাতে গিয়ে এক প্রতিবাদী তার মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনায় পড়েন এবং মারা যান। বলা বাহুল্য, তিনি হেলমেট পরা ছিলেন না ৷

☞ নারীদের দেহে পুরুষের তুলনায় দ্বিগুণ পেইন রিসেপটর আছে। তবে তাদের ব্যথা সহ্যের ক্ষমতাও পুরুষদের তুলনায় বেশি।

☞ এক ফরাসি ভদ্রমহিলা আত্মহত্যাকরার জন্য আইফেল টাওয়ার থেকে ঝাঁপ দেন এবং টাওয়ারের গোড়ায় পার্ক করা গাড়ির ওপর পড়েন। পরে তিনি সেই গাড়ির মালিককে বিয়ে করেন।

০১. সাইকলজিষ্টদের মতে রাতে অনিদ্রা হওয়ার অর্থ আপনি হয়ত অন্য কারো স্বপ্নে জীবিত।

০২. আপনি কখনই একসাথে নাক ডাকতে এবং স্বপ্ন দেখতে পারবেন না।

০৩. গড়ে একজন মানুষ বছরে ১৪৬০টিস্বপ্ন দেখে। অর্থাৎ প্রতি রাতেগড়ে প্রায় ৪ টি।

০৪. আমাদের মস্তিষ্ক কোন চেহারা তৈরী করতে পারে না। আমরা স্বপ্নে যে সব চেহারা দেখি তার সবগুলোই আমরা আমাদের জীবনে কখনওনা কখনও দেখেছি। আমাদের জীবনে আমরা পথে ঘাটে অসংথ্য চেহারা দেখি যা মনে রাখতে পারি না। কিন্তুআমাদের সাব কনসাস মাইন্ড(অবচেতন মন) তা ধরে রাখে এবং স্বপ্নে তা দেখায়।

০৫. প্রতিটি মানুষই স্বপ্ন দেখে।যদি আপনি মনে করেন আপনিস্বপ্ন দেখেন না তার অর্থ হয়আপনি তা মনে রাখতে পারেন না নয়ত আপনি জটিল কোন মানসিক রোগে ভুগছেন।

০৬. সাধারনত গর্ভবতী মহিলারা অন্যান্যদের চেয়ে বেশী স্বপ্ন মনে রাখতে পারে।তার কারণ, গর্ভকালীন সময়ে তাদেরঅতিমাত্রায় ­ ­ হরমোনের পরিবর্তন হয়।

০৭. স্বপ্ন দেখার ৫ মিনিটের মধ্যেআমরা তার ৫০শতাংশ ভুলেযাই, ১০ মিনিটের মধ্যে ভুলে যাই প্রায় ৯০ শতাংশ।

০৮. আমরা সাধারনত প্রায় ৯০ থেকে১৮০ মিনিট স্বপ্ন দেখি যেখানে, গড়ে একটি স্বপ্নের স্থায়িত্ব হয় ১০ থেকে ১৫ মিনিট। সবচেয়ে লম্বা সময় স্বপ্ন দেখি সকালে যার স্থায়িত্ব ৩০ থেকে ৪৫ মিনিট।

>> হাতির বাচ্চা তার মায়ের গর্ভে ৬৪৫দিন থাকে।

>> উত্তর আমেরিকার গোল্ডফিঞ্জ নামক একটি পাখীর ঋতু পরিবর্তনের

সাথে সাথে পালকের রং ও পরিবর্তন হয়।

>> আফ্রিকার জঙ্গলে কৃষ্ণমৃগ নামের এক ধরনের হরিণ জীবনে কখনো পানি পান করে না।

>> অস্ট্রিলিয়ার ডাকাবিল পাখি ডিম পাড়ে, অথচ বাচ্চাকে দুধ পান করায়।

>> একটি মৌমাছি ঝাঁকে ৩০,০০০ পর্যন্ত মৌমাছি থাকে।

>> প্যারাগুয়ের স্টেরিয়া নামক একপ্রকার মাছ চিনির চেয়ে কয়েক গুণ বেশি মিষ্টি।

→ আপনি যত বেশি ঠাণ্ডা ঘরে ঘুমাবেন, আপনার দুঃস্বপ্ন দেখার সম্ভবনা তত বেশি!!

→ সারাদিনে একজন পুরুষের চেয়ে একজন মহিলা বেশিসংখ্যক বার চোখেরপাতা ফেলেন!!

→ আপনি যদি হটাত করে সিগারেট খাওয়া ছেড়ে দেন, তবে সম্ভবনা আছেযে, আপনার রাতের ঘুম এক ঘণ্টা করে কমে যাবে!!

→ আপনি যখন হাসেন তখন আপনার দেহে ক্লান্তি সৃষ্টিকারী হরমোনগুলো কাজ করতে পারে না!! এজন্য তখন আপনাকে আরো বেশি স

জীব এবং সতেজ দেখায়!!

→ একটা ৬ বছরের বাচ্চা দিনে গড়ে প্রায়৩০০ বারের মতো হাসে!! আর একজন পরিপূর্ণ/

প্রাপ্তবয়স্ক মানুষ দিনে হাসেন গড়ে ১৫-১০০ বার!!

→ আপনার ব্রেইন দিনের চেয়ে রাতেরবেলাকাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ ­ করে!! রাতের বেলা ব্রেইনের কাজ করার ক্ষমতা বৃদ্ধিপায়!!

• বাংলাদেশ বিশ্বের ৭৬তম ধনী রাষ্ট্র।

• অন্যতম শক্তিশালি ১০টি মুসলিম দেশের

একটি।

• এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড়সমুদ্র

সৈকত(কক্সবাজার)­

• বিশ্বের সবচেয়ে বড় লোনা পানির বনাঞ্চল

(সুন্দরবন) এখানে।

• বিশ্বের ১১তম দীর্ঘ সেতু(যমুনাসেতু)

এদেশেই।

• জাতিসংঘ

শান্তি রক্ষা মিশনে সবচেয়ে বেশীসৈন্য

প্রেরনকারী দেশ। •রপ্তানিকারক দেশ

হিসাবে বিশ্বে২৭তম,

গার্মেন্টস শিল্পে প্রথম।

বিষয়: বিবিধ

২৩১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File