ঐ বিপ্লব .......শাহ্‌ সরকার মুহাম্মদ ফারুক

লিখেছেন লিখেছেন অজানা নগরীর ফারুক শাহ্ ৩১ জুলাই, ২০১৩, ০৮:১৩:০৯ রাত



ঘূর্ণি ঝড়ের ঘুরনিপাকে

ঘুরছে এখন সর্ব তরে

হানার দল গেছে বেড়ে

কমছে না আর কোন খানে ,

ব্যর্থ তারা রক্ষ যারা

হটে গেছে ভয়ে তারা

সেনার দলও যাচ্ছে পিছে

চটছে তাদের সঙ্গ ধাঁরা ।

পথের বাঁকে জলসা ঘাটে

নিচ্ছে সকল লুটে পুটে

প্রতিবাদী দুঃসাহসী

হচ্ছে ঘায়েল

তাদের তটে ,

বাণিজ্য আজ দুর্গম পথে

নিচ্ছে হরে সব প্রখরেতে

আলোর মাঝে আঁধার এনে

সাজাইলো ঐ জালেম পাতে ।

জাগবে শোন এমন বীর

তোদের মাঝে আনবে নির

কেটে নেবে তোদের শির

মারবে কষে বিপ্লবী তীর ।

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File