তুমি শুধু বুঝলেনা মোরে .........শাহ্‌ সরকার মুহাম্মদ ফারুক

লিখেছেন লিখেছেন অজানা নগরীর ফারুক শাহ্ ২৯ জুলাই, ২০১৩, ১০:১০:২৫ রাত



আমি যেতে চাই তোমার তরে

তুমি শুধু বুঝলেনা মোরে ,

আমি দাড়িয়ে আছি পথে

কোলাহল মুক্ত এক আঙ্গিনায়

তুমি উকি দিয়ে চলে গেলে ,

তুমি শুধু বুঝলেনা মোরে ।

ভ্রান্তি হীন ক্লান্ত পথে আমি

নির্বাক নিঃশব্দতায় পথ হাঁকি ,

বাকরুদ্ধ হয় কিছু কল্প তরুর কল্পে

নির্মম আঘাতে হয় হৃদয় চৌচির

ভেঙ্গে যায় স্বপ্ন বহুকালের ,

তুমি শুধু বুঝলেনা মোরে ।

আমি তবুও যাই

তোমার জলসা ঘাটে

বার বার , তোমার অকপটে ,

তুমি যে পদ্ম দীঘির পদ্ম জলে

অভিমানীর স্নান করো ,সখীর ঢলে

আমি চিনেছি তোমারে ,

তুমি শুধু বুঝলেনা মোরে ।

বিষয়: বিবিধ

১২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File