তুমি সেই বালিকা ? .........শাহ্ সরকার মুহাম্মদ ফারুক
লিখেছেন লিখেছেন অজানা নগরীর ফারুক শাহ্ ২৭ জুলাই, ২০১৩, ০৯:৪৭:১০ রাত
তোমারে দেখিয়াছি শ্যামল মাঠে
সবুজের অরণ্যে দোলে আঁচল ,
মলয়ে তোমার গন্ধ ভাসে
ঐ অবাক দৃষ্টিতে হই আকুল ,
আমি ব্যাকুল
তোমার মাধুরিতে হারালেম কূল ।
তুমি সেই বালিকা ?
পুস্প কুঁড়ায়ে মাল্য দানে
সংহার করো অলক্ষ্য ব্যাথার ,
ঝরা জীর্ণ কুঁড়ায়ে পূর্ণ করো
তুমি অবিনাশী সঞ্চারিণী
যেন ঘুচিয়ে দিলে আঁধার ,
আমি ধাধার পক্ষ ধেয়ে
তোমার শেকড়ে ফিরিবো বারবার ।
তুমি দুহাত বাড়ায়ে পূর্ণিমা দাও
গড়াও, পুনর্মিলনের বারিধারা ,
কৃষ্ণ ধায় পুষ্যা নক্ষত্র অভায়
তুমি আলোকিত উর্বর পৈঠা
স্বর্গীয় পূর্ণ ঘড়া ,
আমি তোমার তরে পূর্ণতা লভি
হলেম পূর্ণ ধাঁরা ।
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন