চলো বিবেকের পাঠশালায় ...........শাহ্‌ সরকার মুহাম্মদ ফারুক

লিখেছেন লিখেছেন অজানা নগরীর ফারুক শাহ্ ২৭ জুলাই, ২০১৩, ০১:১৩:৪৮ দুপুর



উন্মাদনা ভেঙ্গে লও তোমার

ভেঙ্গে লও অকাল যাত্রা এবার ,

ঐ দেখো সাঁঝ ধরে এলো ঘূর্ণিরপাক

মলয়ে প্রলয় ঢংকা বিদূর

স্ফটিকের মতো হাঁকিয়া বেড়ায় ,

চলো বিবেকের পাঠশালায় ।

তোমার কৃষ্ণ আঁধার আবির্ভূত

তিমির তিক্ততা অভিরত

অসুভ সংকট চমকিয়া

বাজায় দামামা ঠমকিয়া ,

নিভু নিভু করে আলোর প্রদীপ

কু চিত্র সঙ্গ ধেয়ে

চলো সুচিত্র আঙ্গিনায় ,

চলো বিবেকের পাঠশালায় ।

যত্র তত্র হিংস্রের ত্রাস

দাবানলে ফেলে অঘ্নির শ্বাস

সংকট সমতর সহস্র দলে

ভেঙ্গে করে চৌচির হিংস্রতার বলে ,

সিমারের কঠোর লুণ্ঠনে হাঁকো

মৃত্তিকা রুপি ওসূর ভাটায় ,

চলো বিবেকের পাঠশালায় ।

বিভীশিখার মহাজাল ভেদিলো কপাট

লৌহ্ শিকল ভাঙ্গি

উড়িছে কাংকর উত্তপ্ত বেলায়

পবনে ঢংকা বাঁধি ,

শির হানিতে শিরোধার্য্য

ওরে সিমারের চূর্ণ বেলা

দর্প ভেঙ্গে অর্পণ করো

জীর্ণ ক্ষীণ তরে পূর্ণ পরিপাটায় ,

চলো বিবেকের পাঠশালায় ।

ঐ মর্ত লোভী পিচাশের দলে

সংহার করে মিত্র তত্র ভুলে

বীভৎস কঙ্কাল নরকের দারে

অগ্নির খেলা করে অগ্নির ভারে ,

তিমির কৃষ্ণ পদে ঐ ভিঙ্গল দলে

জ্বালামুখি জ্বলন্ত লাভায় ,

ভেঙ্গে লও এবার

অনলের অন্তিম তোমার

করে লও যজ্ঞ

সাম্য সমন্তরায় ,

চলো বিবেকের পাঠশালায় ।

https://www.facebook.com/ojana.nogory

বিষয়: বিবিধ

১২৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File