মুগ্ধকর .....শাহ্ সরকার মুহাম্মদ ফারুক
লিখেছেন লিখেছেন অজানা নগরীর ফারুক শাহ্ ২৬ জুলাই, ২০১৩, ০৯:৪৯:২৪ সকাল
মুগ্ধকর
.....শাহ্ সরকার মুহাম্মদ ফারুক
তোমার দীপ্ত আঁকা নিত্য শাঁখা
সর্ব কটাই ভাললাগে ,
ও তরঙ্গের শুদ্ধ ঢেউ
দেখাও যদি অনুরাগে ।
সখী হে শান্ত মোর মঘ্নহর
যদি থাকে বীভৎসতা চতুরতা চঞ্চলতা
নেই তাও মোর সান্নি ধাঁরে ,
তুমি বিলাসিতার পদ ধারা
গগণের মাদুল ধরণীর চারা ,
যদি থাকে কপটতা মুগ্ধহিনা
নেই তাও মোর আল্প করে ।
হে মধুর কণ্ঠময় বাক্যসুধয়
গোধূলির নীরবতা তোমার মাঝে বয় ,
তোমার করুণ কথা অশুদ্ধতা অগুচ্ছতা
ধরণের মাঝে ভুল থাকা
আঁকা বাঁকা পথও হাঁটা
মোর ভাললাগে সকল কটা ।
তোমার কৃষ্ণ সাঁঝা নাকের ডগা
সঙ্গ সাঁঝায় চোখের মায়ায়
অঙ্গ ভরাই ভঙ্গি ধরায় ,
মাঝে যদি চোখের বাঁকে অঘ্নি সাঁঝে
যদি ভঙ্গি তটে গর্ব থাকে
নেই তাও মোর সঙ্গ পটে ।
শ্যামলা কলি তোমার গা
রূপের মাঝে ছন্দ ছা
মুগ্ধ কর হে রাঁধা ,
রাগের উর্বরতা ব্যাবহারে উগ্র ভাবতা
যদি কথায়ও ছন্দ কাটে
তাতেও মন হরে নেয় তোমার সবই ভাললাগে ।
বিষয়: বিবিধ
১২৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন