শেষ পারে .........শাহ্ সরকার মুহাম্মদ ফারুক
লিখেছেন লিখেছেন অজানা নগরীর ফারুক শাহ্ ২৪ জুলাই, ২০১৩, ০৯:২৭:৪২ রাত
শেষ পারে
.........শাহ্ সরকার মুহাম্মদ ফারুক
এই কঠিন ভয়াল মায়ার সংসারে
চাকুরীর ছলে
ঘুমিয়ে আছো হে মানুষ
তুমি গভীর ঘুমে ,
সত্য কিংবা মিথ্যার বলে
ভোজাইলা যারা ছিলো তোমার অধীনে ।
ভেবো কাল অন্তিম তরে
থাকিবেনা ছিলো যারা মায়ার ছলে,
তরী পারের সমে করী চেয়ে
ভেঙ্গেলও মায়ার স্বপন
মাঝির কটে বহে দারুন ভয়ালে ।
সমীপে তোমার ভয়ংকর পথো হাঁটা
যাবার তরে পারের ঘাঁটা ,
মহত্ত্ব কিছু রহে যদি
মুগ্ধতর কিছু বহে যদি
তাহলে পাড়ি সোঝা ।
মহতের বাণী শক্তিধর
হৃদ কপাটে বেধে ল মায়া তুচ্ছ কর ,
আজও ক্ষণ নহে রয় পিছি
ছাড়ি ভাটি ধর লাঠি
মহৎ কহে সুরে হে ভোলা মানুষ
তবেই তরিবে শেষ পারে ।
সমীপে তোমার ভয়ংকর পথো
বিষয়: বিবিধ
৯২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন